More

    হেফাজতের তাণ্ডবে এমপি উবায়দুলের মামলা

    জেলা প্রতিনিধি, চট্রগ্রামঃ

    ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় চট্টগ্রামে মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের এস কে এম তোফায়েল হাসানের আদালতে তিনি এই মামলা করেন।

    বাদীর আইনজীবী এইচ এম জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলা আমলে নিয়েছে।

    ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলায় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মোবারক উল্লাহসহ ১৯জনকে আসামী করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো এক থেকে দেড় শ জনকে।

    এমপি উবায়দুল মোকতাদির চৌধুরী গত ১ মে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ধর্মভিত্তিক সংগঠন হেফাজতের নেতা-কর্মীদের নামে অভিযোগ করেন। কিন্তু দীর্ঘদিনেও তা মামলা হিসেবে নথিভুক্ত না হওয়ায় এমপি আলটিমেটাম দেন। তখন পুলিশ জানায়, সিআইডির তদন্ত প্রতিবেদন ছাড়া মামলা নেয়া হবে না। এর মধ্যেই চট্টগ্রামের ওই আদালতে এজাহার জমা দিলে মামলা নথিভুক্ত হয়।

    হেফাজতের স্থানীয় দুই শীর্ষ নেতা ছাড়াও আসামিদের মধ্যে আছেন আশরাফুল হোসেন তপু, বোরহান উদ্দিন কাসেমি, আলী আজম, এরশাদ উল্লাহ, জুনায়েদ কাসেমি, নোমান আল হাবিব, মমিনুল হাসান তাজ, সুলেমান মোল্লা, এনামুল হক, আব্দুল হাকিম, মনজুরুল হক ও খালেদ মোশাররফ।

    এজাহারে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালান হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। তারা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও পরিকল্পনার অংশ হিসেবে আগ্নেয়াস্ত্র, গানপাউডারসহ বিভিন্ন দাহ্য পদার্থ ব্যবহার করেন।

    সাজিদুর রহমান ও মোবারক উল্লাহসহ অন্য আসামিদের নির্দেশে বিভিন্ন ফেসবুক পেজ, আইডি ও নিউজ পোর্টালে বিদ্বেষ ও ঘৃণামূলক স্ট্যাটাস দিয়ে জনসাধারণের মাঝে উত্তেজনা সৃষ্টি করা হয়। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। যদিও ৩১ মার্চ অভিযুক্তরা সংবাদ সম্মেলন করে এসব তাণ্ডবের জন্য এমপিকে দায়ী করেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img