প্রভাতী বার্তাকক্ষঃ
‘আমার এর আগে বিয়ে হয়েছে কিন্তু মেহদি দেওয়া হয়নি। যেহেতু এবার দানে দানে তিন দান, তাই বিয়ের সব ধরণের আয়োজন করবো কিনা ভাবছি। যেমন মেহদি, ওয়েডিং এর জন্য প্রি ও পোস্ট ওয়েডিং সবক্ষেত্রে। নতুন করে জীবন নিয়ে আমি আবার ভাবতে চাই। পেছনের দিকে আর ফিরে তাকাতে চাই না।’
আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেশের আলোচিত জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ফেসবুক পোস্ট দেয়াসহ গণমাধ্যমকে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা। তবে এবার তিনি কাকে বিয়ে করছেন, সে সম্পর্কে কিছু জানাননি।
ন্যান্সি বলেন, ‘দানে দানে তিন দান’। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে পারবো। সম্ভব হলে আগস্ট মাসেই সব আয়োজন করতাম। কিন্তু শোকের মাসের পরই সুসংবাদটি দিতে চাই।’
বিয়ে নিয়ে খানিকটা আক্ষেপ ও মজার ছলে তিনি আরও বলেন, ‘আমার এর আগে বিয়ে হয়েছে কিন্তু মেহদি দেওয়া হয়নি। যেহেতু এবার দানে দানে তিন দান, তাই বিয়ের সব ধরণের আয়োজন করবো কিনা ভাবছি। যেমন মেহদি, ওয়েডিং এর জন্য প্রি ও পোস্ট ওয়েডিং সবক্ষেত্রে। নতুন করে জীবন নিয়ে আমি আবার ভাবতে চাই। পেছনের দিকে আর ফিরে তাকাতে চাই না।’
এদিকে, বুধবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমেও তৃতীয় বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন ন্যান্সি। সেখানে তিনি লিখেছেন, ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।’
তিনি লেখেন, ‘কিন্ত নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম।’
নতুন পথে যাত্রা শুরু লাইনটা নিয়েই আলোচনা-সমালোচনা। নেটিজেনরা ধারণা করছেন, স্ট্যাটাসে নতুন পথে যাত্রা বলতে ন্যান্সি তার তৃতীয় বিয়ের কথাই বুঝিয়েছেন।
এর আগে গত ২৬ এপ্রিল ন্যান্সির দ্বিতীয় স্বামী নাজিমুজ্জমান জায়েদের থেকে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সে সময় ফেসবুকে ন্যান্সি লেখেন, ‘আমি এবং জায়েদ দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যাসন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত একক ভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘ দিনের বন্ধু, কাজেই বোঝাপড়াটা মন্দ নয়। তবে নাটকীয় ভাবে বলবো না- আমরা আজীবন বন্ধু থেকে যাবো।’
তিনি লেখেন, ‘কিছু বৈরি সম্পর্ক সৃষ্টি না হলে নিশ্চয়ই আলাদা থাকতাম না! কে সঠিক, কিংবা কে বেঠিক এ নিয়ে ফিসফিস করার মত কিছুই নেই। আমাকে কিংবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয়! আর হ্যা, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। হলে নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেওয়া হবে। তারপর নতুন জীবনে কী করবো সেটা আপাতত আমি নিজেই ভাবছি না। দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না।
এসময় ন্যান্সি সকলকে ভালো থাকার কথা বলেন। এছাড়া তাদেরকেও ভালো থাকতে দেয়ার অনুরোধ জানান।
ন্যান্সি বলেন, কারো জন্যই জীবন থেমে থাকে না। জীবনে নতুন করে পথচলা আরম্ভ করবো। তবে এটাও নিশ্চিত, আমার নতুন জীবনের শুরুতে যারা কাছের মানুষ তাদেরকেই আমন্ত্রন করা হবে। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ রূপে নিষেধ।’
২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদের সাথে বিয়ে হয় ন্যান্সির। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে, নাম নায়লা । ন্যান্সির সাবেক(দ্বিতীয়)এই স্বামী জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করেন।এছাড়া সে টুকটাক ব্যবসার সাথেও জড়িত আছেন।
ন্যান্সির প্রথম বিয়ে ২০০৬ সালে।বিয়ের মাধ্যমেই ভালোবাসার প্রণয় ঘটেছিল আবু সাঈদ সৌরভ আর ন্যান্সি জুটি। বছর ছয়েকের মাথায় আনুষ্ঠানিকভাবে সেই সংসারের ইতি ঘতে ২০১২ সালের ২৪ মে। প্রথম স্বামীর সংসারেও ন্যান্সির একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের নাম রোদেলা।