ফারুক হোসেন, ঝিকরগাছা, যশোরঃ
যশোরের ঝিকরগাছা উপজেলা মৎস্যজীবীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সকালে ঝিকরগাছা উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন মৎস্যজীবীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ।
এর আগে ফারুক হোসেনকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কমিটির অনুমাদন দেন যশোর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবু তোহা ও সদস্য সচিব সেলিম রেজা বাদশা।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইমরান রশিদ।
বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন, উপজেলা মৎস্যজীবীলীগের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লিটন হোসেন, মুজিবর রহমান বাংলা, নাজমুল হক খোকন, সুমন রায়হান, ফরহাদ হোসেন, ইব্রাহিম খলিল, আবুল বাশার, শহিদুল ইসলাম, মাসুদ হোসেন ও অসিত কুন্ডু প্রমূখ।
এর আগে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সাথে মতবিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া ঝিকরগাছা উপজেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।