প্রভাতি সংবাদ:
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তুলেছেন দেশটির জ্যেষ্ঠ বিরোধী দলীয় নেতারা। মঙ্গলবার (৮ মার্চ) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে প্রস্তাবটি জমা দিয়েছেন তারা।
বিরোধী নেতারা যখন পার্লামেন্টে নিজেদের অনাস্থা প্রস্তাব জমা দিতে গিয়েছিলেন তখন স্পিকার তার কার্যালয়ে ছিলেন না, সে কারণে ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে প্রস্তাব জমা দেওয়া হয়।
পাকিস্তানের আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য প্রস্তাবে ন্যাশনাল অ্যাসেম্বলির কমপক্ষে ২০ শতাংশ সদস্যের (৬৮ জন) স্বাক্ষর থাকতে হবে।
ইমরান খানের বিরুদ্ধে যারা অনাস্থা প্রস্তাব তুলেছেন তাদের মধ্যে রয়েছেন- শাজিয়া মারি, সানাউল্লাহ এবং মরিয়ম আওরঙ্গজেব।
এর আগে গত বছরের মার্চ মাসে একবার এই অনাস্থা ভোটের মুখে পড়েছিলেন ইমরান খান। সেবার অবশ্য তিনি ১৭৮টি ভোট নিজের পক্ষে পেয়েছিলেন; প্রয়োজনীয় ভোটের চেয়ে যা ৬টি বেশি ছিল।
কিন্তু এ প্রস্তাব আসার পর সাংবাদিকদের ইমরান খান বলেছেন, এভাবে আমার সরকারকে কখনোই ক্ষমতাচ্যুত করা যাবে না। এতে বরং আমরা আরও শক্তিশালী হব।
তিনি আরও বলেন, আমাকে ক্ষমতা থেকে সরানোর এটা বিরোধীদের শেষ প্রচেষ্টা। আমরা তাদের এমনভাবে পরাজিত করব যে তারা ২০২৮ সাল পর্যন্ত আর কিছু করতে না পারে।
উল্লেখ্য, এই বিরোধীদের সঙ্গে বেশকিছু বিদেশি শক্তিও রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী।