নিজস্ব প্রতিবেদকঃ
গত ৪ থেকে ১০ জুন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করেও কারোর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে উত্তর কোরিয়া।
তবে একজনও করোনা রোগী না পাওয়ার যে দাবি উত্তর কোরিয়া করেছে সে ব্যাপারে ব্যাপক সন্দেহ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন, উত্তর কোরিয়ার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের এবং দেশটির প্রধান মিত্র ও অর্থনৈতিক চালিকাশক্তি চীনের সঙ্গেও সীমান্ত রয়েছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি ব্যাপক আকার ধারণ করলে উত্তর কোরিয়া পর্যটক নিষিদ্ধ, বিদেশি কূটনৈতিকদের দেশ ছাড়ার নির্দেশ, আন্তসীমান্ত বাণিজ্য এবং চলাচলে কঠোর বিধি-নিষেধ আরোপ করে।
গত সপ্তাহে এক রাজনৈতিক সম্মেলনে অংশ নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির কর্মকর্তাদেরকে করোনাভাইরাসের বিধি-নিষেধ আরও দীর্ঘায়িত করার আহ্বান জানান। দেশটি এখনও সীমান্ত খুলে দেওয়ার জন্য যে প্রস্তুত নয় তা কিম জং উনের এই আহ্বানে পরিষ্কার হয়েছে।