নিজস্ব প্রতিবেদক
কিংবদন্তি সংগীতশিল্পী জেমসের কাছে ক্ষমা চেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী নোবেল।
মঙ্গলবার রাত নয়টার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জেমসের কাছে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে নোবেল লেখেন, ‘জেমস ভাই। আমার তো মায়ের পেটের বড় ভাই নাই। যদি থাকতো, আমি তাকে আপনার মতো করেই ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম।’
‘জেনে না জেনে, বুঝে না বুঝে, রাগ অভিমানে, অনেক অন্যায় করে ফেলেছি। গুরু!! যে ভুল আমি করেছি, সে ভুলের ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই।’
নিজেকে ভক্ত দাবী করে নোবেল লেখেন, ‘তবুও, যদি নিজের ছোট ভাই এবং আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।’
১৪ মে যখন ‘জেমস কে ওপেন CHALLENGE! একই গান জেমস গাবে, আমিও গাবো!’, ‘ওই জেমস! গান গাবা এক স্টেজে? তেমারে ১০০০ মিউজিশিয়ান দেবো। আর আমি একা একটা মাইক্রোফোন!’, ‘ওই জেমস! ঈদের গান কই? নাকি ভয়েস গেছেগা?’
সামাজিক যোগাযোগ মাধ্যমেসমালোচনা শুরু হলে নোবেল বলেছিলেন, তার ভেরিফাইড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে এবং স্ট্যাটাসগুলো হ্যাকারদের।
এ বিষয়ে একাধিকবার ফোন করেও নোবেলকে পাওয়া যায়নি।