নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র, চীন আর ইউরোপে চলতি বছরের শেষ দিকে তেলের চাহিদা ব্যাপক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আর তাই তেল সরবরাহ স্বাভাবিক রাখতেই দাম বাড়াচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
ব্রেন্ট ক্রুডে তেলের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক সাত শতাংশ বা ৪৯ সেন্ট বেড়ে ৭১ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে সবশেষ এত দাম দেখেছে ব্রেন্ট ক্রুড। বুধবারও দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ।
এ ছাড়া ২০১৮ সালের অক্টোবরের পর সর্বোচ্চ দর দেখছে আরেক বেঞ্চমার্ক ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার্স।
ওপেক প্লাসের তথ্য বলছে, চলতি বছরের শেষ দিকে তেলের চাহিদা দৈনিক ১০ কোটি ব্যারেলের কাছাকাছি হবে। সে তুলনায় জোগান থাকবে পৌনে ১০ কোটি। দৈনিক ঘাটতি থাকবে ২৩ লাখ ব্যারেলের মতো।