আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার (১১ জুন) ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর প্রাণ হারিয়েছে। কিশোরের নাম মোহাম্মদ হামায়েল।
ঘটনার বিবরণে প্রকাশ, শুক্রবার নাব্লুস শহরের কাছে ফিলিস্তিনিরা বিক্ষোভ মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অবৈধ ইহুদি বসতি গড়ার প্রতিবাদে এই মিছিল হলেও ইসরায়েলি বাহিনী এটিকে “শত শত ফিলিস্তিনিদের সহিংসতা“ বলে অভিহিত করেছে।
একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন, “দাঙ্গাবাজরা টায়ার জ্বালিয়ে দিয়ে ও পাথর নিক্ষেপ করে ইসরায়েলি সেনাদের জীবন বিপন্ন করে তুলেছিল। মিছিলকারীদের ছত্রভঙ্গ করার জন্য গুলি চালান হয় বলে তিনি মন্তব্য করেন।
সেনাদের ছোড়া গুলিতে ১৫ বছর বয়সী কিশোর মোহাম্মদ হামায়েল আহত হয়ে পরে মৃত্যবরণ করে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রসংগক্রমে উল্লেক্ষ, গত মাসে ফিলিস্তিন নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় লড়াইয়ের সময় পশ্চিম তীরে অশান্তিও ছড়িয়ে পড়েছিল। তখন থেকেই সেখানে উত্তেজনা বাড়ছিল।