মিজানুর রহমান:
লালমনিরহাটে পুনাক শিল্প মেলার সার্কাসের হাতির তান্ডবে গাছ পালা ফসলের মাঠ লন্ডভন্ড। হাতির পাগলামির কারনে মানুষকে আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোঁটা ছুটি করতে দেখা যায় এসময়।
সোমবার সকাল ১১টায় রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে লালমনিরহাট পুনাক শিল্প ও বানিজ্য মেলায় আগত, দি লায়ন সার্কাসের একটি পুরুষ হাতি শেকল ছিঁড়ে ছোঁটা ছুটি শুরু করে, হাতির মাউত এসময় হাতিটিকে নিয়ন্ত্রন করার চেষ্টা করে ব্যার্থ হন, হাতিটি ক্ষিপ্ত হয়ে আশে পাশের গাছ পালা, একটি দোকান ঘর সহ রেল ওয়ের বাউন্ডারি ওয়ালের পিলার ভেঙে লন্ডভন্ড করে। হাতির পাগলামি দেখে মেলা মাঠের আশে পাশে শত শত লোকের ভীড় জমে যায়। মানুষের জমায়েত দেখে হাতি আরো ক্ষিপ্ত বেগে পাগলামি শুরু করে, মানুষ আতঙ্কিত হয়ে এসময় এদিক সেদিক ছোঁটা ছুটি করে।
হাতির মাউত সার্কাস দলের সদস্যদের সহযোগীতায় হাতিটি নিয়ন্ত্রন করার একাধিকবার চেষ্টা করেন, কিন্তু হাতির পাগলামির কারনে তা ব্যার্থ হলে তারা ফায়ার সার্ভিস কে খবর দেন। হাতির তান্ডবের কারনে ফায়ার সার্ভিস হাতির কাছে যেতে ব্যার্থ হয়। হাতির তান্ডবে চালিয়ে এসময় অর্ধশতাধিক বিভিন্ন জাতের গাছ উপড়ে ফেলে।
ঘন্টা দুয়েক তান্ডব চালিয়ে হাতিটি লালমনিলহাট রেল ষ্টেশনের দিকে যাবার সময় রেলের বেশ কিছু ইটের সীমানা প্রাচীরের খুঁটি ভেঙে ফেলে। সর্বশেষ এ রিপোর্ট লেখার সময় হাতিটি রেল ষ্টেশনের দক্ষিণে জলাশয়ে অবস্থান করছিলো।
হাতির মাউত মজিবর বলেন হাতিটির প্রজনন মৌসুম চলছে, এসময় পুরুষ হাতিটি নারী সঙ্গীর অভাবে এমন বেপরোয়া হয়ে গেছে বলে মনে হচ্ছে। একে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। চেতনানাশক ইনজেকশন পুশ করা গেলে তাকে শান্ত করা যাবে, রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে খবর দেয়া হয়েছে তারা আসলে ব্যাবস্থা নেওয়া হবে।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা হাতিটিকে ঘিরে ভীড় জমে যায়। হাতির তান্ডবে ছোঁটা ছুটি করায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহলম জানান, সার্কাসের হাতিটি সকালে শেকল থেকে ছুঁটে যায়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেওয়ায় হাতিটি কোন মানুষ কে আক্রমন করতে পারেনি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, হাতী ছুঁটে যাবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়, পরিস্থিতি নিয়ন্ত্রনে সতর্কতা গ্রহন করা হয়েছে। এখন পর্যন্ত হাতীটি কোনো মানুষকে আক্রমণ করেনি।