More

    সশরীরে পরীক্ষা নেয়া শুরু করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

    নিজস্ব প্রতিবেদক

    মার্কেটিং বিভাগের ১৫-১৬ সেশনের অনার্স ফাইনাল সেমিস্টারের স্থগিত পরীক্ষা নেয়ার মধ্য দিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

    পরীক্ষা শুরু হলেও বন্ধ থাকছে হল। ফলে পরীক্ষার্থীরা স্থানীয় মেস কিংবা কটেজে থেকেই পরীক্ষা দিচ্ছেন। তবে প্রথম দিন পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতভাগ।

    ইতিমধ্যে আরও বেশ কিছু বিভাগ পরীক্ষার তারিখ ও রুটিন প্রকাশ করেছে। শুরুতেই বিভাগগুলো তাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো গ্রহণ করবে।

    নৃবিজ্ঞান বিভাগ ১০ জুন থেকে সম্মান শেষ বর্ষের স্থগিত পরীক্ষা নেয়ার রুটিন প্রকাশ করেছে। ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের চতুর্থ বর্ষের পরীক্ষা হবে ১৩ জুন থেকে। রাজনীতি বিজ্ঞান বিভাগ স্বাস্থ্যবিধি মেনে ১৬ জুন থেকে এম.এস.এস পরীক্ষার নোটিশ দিয়েছে। অর্থনীতি বিভাগের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হবে। মার্কেটিং ২৬ তম ব্যাচের পরীক্ষা ২১ জুন থেকে শুরু হবে। প্রাণিবিজ্ঞান বিভাগ ২০ তারিখ থেকে শুরু করে বিভিন্ন বর্ষের মৌখিক,ব্যবহারিক ও তাত্ত্বিক পরীক্ষা নেবে।

    নৃবিজ্ঞান বিভাগের ১৫-১৬ সেশনের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী আকাশ মজুমদার বলেন, ‘আমরা এতদিন খুবই ডিপ্রেশনে ছিলাম। পরীক্ষার সিদ্ধান্তে মনে হচ্ছে এখন নিশ্বাস নিতে পারব। আমরা খুবই বাজে অবস্থায় পড়ে গেছিলাম।’

    অর্থনীতি বিভাগের ১৪-১৫ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী মিছবাহ উদ্দীন আহমেদ বলেন, ‘এতদিন ধরে আটকে থাকা পরীক্ষাগুলো নিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়াতে আমার অর্থনীতি ডিপার্টমেন্টসহ সকল ডিপার্টমেন্ট অবশ্যই ধন্যবাদ প্রাপ্য।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img