মানিকগঞ্জ প্রতিনিধি:
করোনা সংক্রমণ রোধে মানিকগঞ্জসহ সাত জেলায় গতকাল সোমবার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। মানিকগঞ্জ শহর ছাড়াও উপজেলা শহরগুলোতেও বিধি নিষেধ কার্যকরে মাঠে নেমেছে পুলিশ।
সরকারি এসব বিধিনিষেধ বাস্তবায়নে মঙ্গলবার (২২ জুন) সকাল থেকেই হরিরামপুর থানা পুলিশ মাঠে রয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জের হরিরামপুরে সাজাপ্রাপ্ত আসামি আটক
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সকাল থেকেই উপজেলার সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র ঝিটকা বাজার, দিয়াবাড়ী, লেছড়াগঞ্জ, আন্ধারমানিকসহ বিভিন্ন বাজারে তৎপর ছিলেন।
আরও পড়ুন: ঢাকায় প্রতিকেজি ৪৩ টাকার মরিচ হরিরামপুরের কৃষকের বিক্রি ৫ টাকা!
এ সময় সবাইকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বিধিনিষেধের আওতামুক্ত প্রতিষ্ঠানে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণে কাজ করছে পুলিশ।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছে হরিরামপুর থানা পুলিশ। সকাল থেকেই উপজেলার ঝিটকা বাজার, দিয়াবাড়ী, লেছড়াগঞ্জ, আন্ধারমানিকসহ বিভিন্ন বাজারে পুলিশ সদস্যরা তৎপর ছিলেন।