নিজস্ব প্রতিবেদক:
দেশের অধিকাংশ জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যদিও গতকালের চেয়ে আজকের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এরই মধ্যে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, গত মঙ্গলবার (১৫ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সোমবার একই জেলায় ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজারহাটে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা এর আগের দিন ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে।
তিনি আরও বলেন, গতকালের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা কমলেও দেশের বেশিরভাগ জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বরিশাল, খুলনা ও ঢাকার প্রায় সব জেলাতে তাপমাত্রা বেড়েছে। এছাড়া দেশের অন্যান্য বিভাগে অনেক জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যদিও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা কমেছে। সারা দেশের হিসেবে মোটের ওপর তাপমাত্রা বেড়েছে বলা যায়।
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় গতকাল এবং আজ বুধবার দেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে।