প্রভাতি সংবাদ ডেস্ক:
বিশ্বব্যাপী সমালোচনার মুখে যেন এবার খানিকটা পিছু হটলো ভ্লাদিমির পুতিনের রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এরই মধ্যে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে মিশন শেষ করে ইউক্রেন সীমান্ত থেকে বেশকিছু সেনা তাদের আগের জায়গায় ফিরতে শুরু করেছে। কেউ ট্রেন আর গাড়ি যোগে ফিরছে, কিছু সেনা আবার পায়ে হেঁটেই আগের গন্তব্যে ফিরছে।
মস্কোর দাবি, সেনাদের প্রশিক্ষণের উদ্দেশে এই মহড়া চালানো হয়েছে। এখনো মহড়ার কিছু অংশ চলছে বলেও জানিয়েছে মস্কো। আরেকদিকে একই এলাকায় চলমান রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ২০ ফেব্রুয়ারি শেষ হবে।
রাশিয়ার উদ্যোগে ইউক্রেন সীমান্তে একলাখ ৩০ হাজার সেনা অবস্থান করছে। যার মধ্যে ৩০ হাজার বেলারুশিয়ান সেনাও আছে। রাশিয়ার দাবি, ১৫ ফেব্রুয়ারি দিনটি ইতিহাস হয়ে থাকলো। প্রমাণিত হয়েছে, পশ্চিমারা যুদ্ধের মিথ্যা প্রচারণা চালিয়েছিলো। আসলে পশ্চিমা মিথ্যাবাদীরা ব্যর্থ। কোনো বুলেট ক্ষয় করা ছাড়াই তারা পরাজিত হয়েছে।
সম্প্রতি ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে রাশিয়া, এমন খবর মার্কিন গণমাধ্যমে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিলো। সাথে মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে ইউক্রেন ছাড়ার আদেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও সৈন্য প্রত্যাহারের ঘোষণায় এখনো বিশ্বাস রাখতে পারছে না পশ্চিমা মার্কিন মিত্ররা।
যুক্তরাজ্য দ্রুতই ইউক্রেন সীমান্ত থেকে সব রুশসেনা প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছে। এদিকে ইউক্রেন সংকট নিয়ে নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার সাথে আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন-(ইইউ)।