More

    রাশিয়ার শোক প্রকাশ বাংলাদেশি নাবিকের মৃত্যুতে

    প্রভাতি সংবাদ ডেস্ক:

    ইউক্রেনে ওলভিয়া বন্দরে রকেট হামলায় ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাশিয়া। যুদ্ধের মধ্যে বাংলাদেশি জাহাজটিতে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে ইউক্রেনের গণমাধ্যমে খবর এলেও রাশিয়া স্বীকার কিংবা অস্বীকার না করে বলেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    ওলভিয়া বন্দরে অবস্থানরত বাংলার সমৃদ্ধিতে গোলার আঘাতে হাদিসুর নিহত হওয়ার পরদিন বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার রুশ দূতাবাস শোক জানিয়ে বিবৃতি দেয়। এতে বলা হয়, ‘আমরা মৃতের স্বজনদের উদ্দেশে গভীর শোক প্রকাশ করছি।’

    ইউক্রেনের সমুদৃবন্দর কর্তৃপক্ষ বলছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ নৌ-বাহিনী। একটি রকেটে জাহাজের উপরিভাগে আঘাত হানার পর আগুন ধরে যায়। এই হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না দিয়ে রুশ দূতাবাস বলছে, ‘ক্ষেপণাস্ত্র হামলায়’ হাদিসুর রহমানের মৃত্যু হয়েছে। ওই ঘটনার ‘সার্বিক পরিস্থিতি’ খতিয়ে দেখা হচ্ছে।

    তবে যুদ্ধের মধ্যে ইউক্রেনের বাহিনীও হামলা চালাচ্ছে দাবি করে বিবৃতিতে বলা হয়, ‘মনিটরিংয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে রাশিয়ার সেনা কমান্ড বারবার বলে আসছে, পশ্চাদপসরণের সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা অতর্কিত হামলা চালাচ্ছে এবং সন্ত্রাসীদের মতো ‘মানব ঢাল’ হিসাবে ব্যবহারের জন্য অনেককে জিম্মি করছে।’ বাংলাদেশি জাহাজে হামলার ঘটনায় নাবিকদের মানব ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে কি-না, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেনি দূতাবাস।

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আটকে পড়া জাহাজটির ‘নিরাপদ প্রত্যাবর্তনের জন্য’ রাশিয়া সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

    গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে তুরস্ক হয়ে ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। কয়েকদিন পরেই ‘সিমেন্ট ক্লে’ নিয়ে এটির ইতালির রোভেনা বন্দরের উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে পরিস্থিতি পাল্টে যায়। বন্দরেই আটকে যায় জাহাজটি। এর মধ্যে বুধবার সন্ধ্যার দিকে জাহাজটিতে রকেট হামলা হয়। ক্রুদের চেষ্টায় আগুন নেভানো গেলেও ব্রিজে থাকা জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img