More

    রুশ হামলায় পাতাল রেল স্টেশনে হাজারো ইউক্রেনবাসী

    প্রভাতি সংবাদ ডেস্ক:

    রুশ হামলা থেকে বাঁচতে হাজারো ইউক্রেনবাসী দেশটির পাতাল রেলস্টেশনে আশ্রয় গ্রহণ করেছে। সবার চোখে-মুখে উদ্বিগ্নতার ছাপ।

    বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন আকস্মিকভাবে ইউক্রেনের উপর রুশ হামলা শুরুর ঘোষণা দেয়। তারপর জীবন বাঁচাতে ছুটোছুটি শুরু করে ইউক্রেনবাসী।

    রুশ হামলা মোকাবেলায় প্রেসিডেন্ট জেলেনেস্কি জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেনের নাগরিকদের ঘরের বাইরে বের না হতে আহ্বান জানান।

    জরুরি অবস্থা জারির পর ইউক্রেনের সড়কে কোনো গাড়ি চলাচল করছে না। পুরো ইউরোপজুড়ে সুনসান নিরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর পর বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

    এ পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার হাজারো ইউক্রেনের নাগরিক পাতাল রেলস্টেশনে আশ্রয় গ্রহণ করেছেন। সেখানে পরিবারের সদস্যদেরকে নিয়ে সবাই কঠিন সময় পার করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পাতাল রেল স্টেশনকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তৈরি করা হয়েছিল।

    বর্তমানে মেট্রো স্টেশনে চলাচলকারী সব ট্রেন বন্ধ রয়েছে। একারণে অনেকে ট্রেনের ভেতরেই আশ্রয় গ্রহণ করেছে।

    ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করছেন। সেসময় জার্মানি লন্ডনে হামলা শুরু করার পর হাজারো লন্ডনবাসী পাতাল রেলস্টেশনে আশ্রয় গ্রহণ করে। ইউক্রেনেও একই অবস্থা বিরাজ করছে।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাতে সড়কে কোনো সাধারণ নাগরিকের উপস্থিতি নেই। শুধু কিছু নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে চলাফেরা করছে। পাতাল স্টেশনে সবাই গাদাগাদি হয়ে বসে আছে। অনেকে স্টেশনের প্ল্যাটফর্মেই শুয়ে আছে।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img