যশোর ব্যুরো:
যশোর সীমান্তে ভারতে অবৈধ প্রবেশের সময় সাতজন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি’র ৪৯ ব্যাটালিয়ন। বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানিয়েছে।
শনিবার আটককৃত সাতজন হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চরহোগলাবুনিয়া গ্রামের মোঃ রুস্তম শেখ (৫৩), বারইখালি গ্রামের মোঃ রফিকুল শেখ (৪৩), একই গ্রামের মোসাঃ ইয়াসমিন (৪০), মোসাঃ চিতারা (৩), পিরোজপুর জেলার ইন্দরকানি থানার মোসাঃ জারা (১৮), মোসাঃ সেফালী খাতুন (২১), নড়াইল জেলার রথডাঙ্গা গ্রামের মোসাঃ আলিফা (২)।
বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা বলেন, ‘করোনাকালীন সময়ে যাতে অবৈধভাবে অনুপ্রবেশ এবং কোন ধরণের সীমান্ত পারাপারের ঘটনা না ঘটে সে জন্য বিজিবি কর্তৃক বিশেষ পরিকল্পনা গ্রহন করতঃ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে গত ১২ জুন ২০২১ তারিখ হিজলী বিওপিতে কর্মরত নায়েক মোঃ আবুল কালাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।’
‘উক্ত অভিযানে ২৩৫৫ ঘটিকায় মেইন পিলার ৪০/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে মাঠের মধ্যে হতে সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে অবৈধভাবে গমনের উদ্দেশ্যে উক্ত এলাকায় প্রবেশ করেছে বলে স্বীকার করে।’
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধৃত ইয়াসমিন তার স্বামী ধৃত রফিকুল শেখকে চিকিৎসার জন্য এবং সেফালি ও জারা দুই শিশু সন্তানসহ তাদের স্বামীর নিকট (ভারতে কর্মরত) যাচ্ছিল এছাড়াও ধৃত রুস্তম শেখ তার ছেলের কাছে (ভারতে কর্মরত) যাচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।