প্রভাতি সংবাদ ডেস্ক:
মা ও শাশুড়ি ও তিন শিশু সন্তান অসুস্থ, পাঁচজনই হাসপাতালে ভর্তি— পরিবারের এমন কঠিন সময়ে পাশে থাকতে দেশের ফেরার পরিকল্পনাও করেছিলেন সাকিব আল হাসান। তবে শেষ খবর, সিদ্ধান্ত পাল্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে দলের সাথেই থাকবেন তিনি।
প্রথম ম্যাচের সেরা অলরাউন্ডারকে তৃতীয় ওয়ানডেতেও পাওয়ার বিষয়টি জানিয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন, ওয়ানডে সিরিজের পর দেশে ফেরার বিষয়ে ভাববেন সাকিব।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় সুজন বলেন, ‘সাকিবের পরিবারের অনেকেই অসুস্থ। যার জন্য ওর মনে একটা দ্বিধা আছেই। দেশে ফেরার টিকেটও প্রায়ই বুক করতে হচ্ছে আমাদের। আজকেও তার চলে যাওয়ার কথা ছিল। ব্যাগপ্যাক গোছানোর কথা হচ্ছিল, সে চলে যাবে আজ। কিন্তু সাকিব সিদ্ধান্ত পরিবর্তন করেছে, যাবে না, সে খেলেই যাবে। সে (তৃতীয় ম্যাচেও) খেলছে।’
পরিবারের পাশে থাকতে সোমবার দেশে ফিরছেন সাকিব এমন খবরও এসেছিল। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিতও করেছিলেন। সেই তথ্যটি ভুল উল্লেখ করে সাকিবের খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুজন।
‘সাকিবের যাওয়ার কথা ছিল এটা সত্যি। জালাল (ইউনুস) ভাই হয়তোবা বলেও দিয়েছিলেন, সাকিব চলে যাবেন। তার কিছুক্ষণ পর সাকিব সিদ্ধান্ত নিয়েছেন যে, যাবে না খেলেই যাবে। এখন সাকিব যাচ্ছে না। তৃতীয় ম্যাচ খেলেই আমরা পরে চিন্তা করব।’
প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন পরিবারের সদস্যদের অসুস্থতার কথা জানতে পারেন সাকিব। শুরুতে বিসিবির তরফ থেকে জানানো হয়, সিরিজের শেষ ম্যাচে খেলবেন সাকিব। তবে চাইলে তাকে দেশে ফেরার অনুমতিও দিয়ে রেখেছিল বোর্ড।
সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে নানা নাটকীয়তার মধ্য দিয়ে গেছেন সাকিব। মানসিক অবসাদের কথা জানিয়ে শুরুতে ছুটি চেয়েছিলেন তিনি। সেই ছুটি মঞ্জুর করে তাকে দুমাসের বিশ্রাম দেয় বিসিবি। পরে সিদ্ধান্ত থেকে সরে এসে দক্ষিণ আফ্রিকা সফরে যান সাকিব।