নিজস্ব প্রতিবেদক
শার্শার বাগআঁচড়া থেকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ আঃ রউফ (৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১২ টায় উপজেলার রসুলপুর এলাকা থেকে তাকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক রউফ বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানার রসুলপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ আটক করে।
আটককৃত ফেনসিডিল ও ইজিবাইকের মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা বলে জানায় পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।