More

    কংগ্রেসের সভাপতি থাকছেন সোনিয়া গান্ধী

    প্রভাতি সংবাদ ডেস্ক:

    ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশসহ চারটি রাজ্যেই বিজেপির দাপটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। নির্বাচনের ফলাফল নিয়ে গতকাল রোববার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়।

    এ বৈঠকের আগে গুঞ্জন ওঠে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করবেন। কংগ্রেস মুখপাত্র অবশ্য এ খবরকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছিলেন।

    গতকাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির যে বৈঠক হয়েছে এটি প্রায় ৪ ঘণ্টা ধরে চলে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সোনিয়া গান্ধীই দলের সভাপতির দায়িত্বে থাকবেন এবং দলের কোনো সদস্য পদত্যাগ করবেন না। বৈঠকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন।

    বৈঠকে সোনিয়া গান্ধী বলেন যে কিছু লোক মনে করে যে বিধানসভা নির্বাচনে দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য গান্ধী পরিবার দায়ী এবং যদি তাই হয় তবে সংগঠনের সাফল্য নিশ্চিত করতে তারা যেকোনো ত্যাগ করতে প্রস্তুত। তবে বৈঠকে উপস্থিত প্রায় সব নেতাই সোনিয়ারই সভাপতি পদে থাকার মত দেন।

    ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছিলেন, রাহুল গান্ধীকে দলের সভাপতি করা উচিত। তবে এখনও পর্যন্ত সে রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img