নিজস্ব প্রতিবেদক
খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে খুলনা জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী প্রভাতি সংবাদকে বলেন, আপাতত লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৪ জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় এক সপ্তাহ দোকানপাট বন্ধ রাখা হবে।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মাদ প্রভাতি সংবাদকে বলেন, এক সপ্তাহের জন্য খুলনা সদর, সোনাডাঙ্গা এবং খালিশপুর থানা এলাকায় কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতীত অন্য সকল দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।