মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার ২ নং আমলশাহ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দুই প্রতিদন্দ্বী রানিং মেম্বর যিনি প্যানেল চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলার জাতীয় শ্রমিক লীগেরও সভাপতি মাহফুজুর রহমান এবং ফারুক মন্ডলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৯ ই ডিসেম্বর) আনুমানিক সকাল ৯ টার সময় এক ভয়াবহ সংঘর্ষ হয়েছে।
গত বৃহস্পতিবার মাহফুজার সমর্থকরা বিল্লা থোড়ের মোড়ে চায়ের দোকানে বসে চা পান করছিল এবং নির্বাচন নিয়ে আলোচনা করছিল। হঠাৎ করে ফারুক মন্ডলের নেতৃত্বে একই এলাকার আশরাফ শেখ, ফারুক মন্ডল, মুজিবুর শেখ সোলেমানসহ কয়েকজন দেশীয় অস্ত্র রাম দা, চাইনিজ কুড়াল, বল্লম এবং লাঠি-সোঁটা নিয়ে অতর্কিত আক্রমণ চালায়। এসময় ১৫ থেকে ২০ জন আহত হয়। তাদেরকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে ছয়জন কে মুমূর্ষু অবস্থায় মাগুরার ২৫০ শয্যা বিশিস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মাগুরা হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন গুরুতর আহত আয়ুব আলী (৬০) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়াও আহত আরিফুল মন্ডল, কাদের শেখ, বছিল মোল্লা, কাসেম মন্ডল ও ওবায়দুল্লাহ শেখের অবস্থা বেশ শংকটজনক।
সংঘর্ষের ঘটনাস্থলে গেলে জানা যায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন আটক করেছে। এছাড়াও মামলার প্রস্তুতি চলছে।