এস এ সিয়াম, চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় থেকে একজন লাশ উদ্ধার করেছে চৌগাছা থানা পুলিশ। পুলিশ বলছে নিহত ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিল।
উদ্ধারকৃত তরিকুল ইসলাম (১৯) ঝিকরগাছা থানার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জাহাঙ্গীর আলম।
শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভারতের সীমান্তঘেষা গ্রাম বড় কাবিলপুরের বেলেঘাট নামক স্থানের কপোতাক্ষ নদের পাড় থেকে তরিকুলের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত তরিকুল ইসলাম ঝিকরগাছা থানার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
তার বিরুদ্ধে চৌগাছা ও ঝিকরগাছা থানায় দুটি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।
শ্রীচন্দ্রপুর গ্রামের তরিকুলের নিকট প্রতিবেশি ইয়াছিন জানান, মৃত তরিকুলের পিতা হোটেলে কাজ করেন। তরিকুল আগে গাড়িতে হেলপারি করতো। সেসময় মোবাইল চুরিসহ ছোটখাট চুরির ঘটনায় বেশ কয়েকবার মার খেয়েছে। পরবর্তীতে সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা কিনা তা ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই বলা যাবে।