বরিশাল ব্যুরো
পালিয়ে যাওয়া প্রেমিক জুটির সালিশে গিয়ে পটুয়াখালীর বাউফলের চেয়ারম্যান শাহীন হাওলাদার মেয়েটিকে বিয়ে করেছেন। এদিকে প্রেমিকা হারানোর কষ্টে প্রেমিক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।
কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের এক যুবক ও স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে।
আরও পড়ুন: ওয়াজ মাহফিলের ইতিবৃত্ত
এই সম্পর্ক মেনে নিতে পারেনি পরিবার। এর মধ্যে দুজন তিন দিন আগে বাসা থেকে পালিয়ে যায়। পরে মেয়েটির বাবা দুজনকে পাশের বাড়ির এক আত্মীয়র কাছ থেকে ধরে নিয়ে আসেন এবং বিষয়টি সমাধানের জন্য কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহীন হাওলাদারকে জানান।
আরও পড়ুন: ‘যে নারী পুরুষের সঙ্গে পাবলিক বাসে উঠে, ইমাম মাহাদীর বিরুদ্ধে এরাই যুদ্ধ করবে’
প্রেমের এ সম্পর্কের নিষ্পত্তি করতে ডেকে গত শুক্রবার ওই ছাত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন চেয়ারম্যান। এ ঘটনায় হতাশ হয়ে সেই ইমাম বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।
৬০ বছর বয়সী দুই সন্তানের পিতা এই জনপ্রতিনিধি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই বিয়ে করেছেন অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে। বাংলাদেশের আইনে ১৮ বছরের কোন মেয়েকে বিয়ে করা আইনত অপরাধ।
আরও পড়ুন: পালিয়ে যাওয়া প্রেমিক জুটির সালিশে গিয়ে বাল্যবিবাহ চেয়ারম্যানের
এই বিয়েতে মেয়ের বয়স নিয়েও জালিয়াতি করার অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ থেকে মেয়ের বয়স ১৮ বছর বলে সনদ দেয়া হয়েছে। কিন্তু সে যে স্কুলে পড়ত, সেই স্কুলের প্রধান শিক্ষক এ কথা শুনে অবাক হয়েছেন।
চেয়ারম্যান শাহীন আগে থেকে বিবাহিত। তার প্রথম স্ত্রীর কাছ থেকে কোনো অনুমতিও নেয়া হয়নি। আর এই বিয়ের পর তিনি রাগে বাবার বাড়ি চলে গেছেন।
আরও পড়ুন: তোহা আদনানের দ্বিতীয় বিয়ের কথা জানতো না পরিবার
শাহীন দুই সন্তানের জনক। ছেলেকে এরই মধ্যে বিয়ে দিয়েছেন আর মেয়ের বয়স তার নববিবাহিতা স্ত্রীর সমান।
বৈঠকে মেয়েটিকে দেখে পছন্দ হয়ে যায় চেয়ারম্যান শাহীন হাওলাদারের। তিনি মেয়েটির বাবাকে বিয়ের প্রস্তাব দেন। তিনি রাজি হলে জুমার নামাজের পর চেয়ারম্যানের আয়লা বাজারের বাসায় কাজি ডেকে পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ে হয়।
আরও পড়ুন: ত্ব-হা যে বন্ধু সিয়ামের বাড়িতে আশ্রয় নিয়েছিলো সে হারালো চাকরি
সেই ইমামের ভাই বলেন, ‘সে কেবল বলছে, আমি ওকে ছাড়া বাঁচব না। ওরে আমার ধারে আইন্যা দেন।’
চেয়ারম্যান বলেন, ‘তার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পারিবারিকভাবেও জানছে। নির্বাচনের জন্য আমি বিয়া করতে পারি নাই। এই ফাঁকে ছেলেটা তারে নিয়া পলাইয়া গ্যাছে। কালকে বাবা-মা নিয়া আসছে। তারপর তার বাবা সম্মতি দিছে। আমার মা সম্মতি দিছে। বিয়া করছি।’
শাহীন বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের হয়ে। গত ২১ জুন হয় ভোট। আর ভোটে জয়ের পরেই তিনি করেন বিয়ে।
চেয়ারম্যান বলেন, ‘গত ২১ তারিখ রাতেই আমাদের পাঁচ লাখ টাকায় কাবিন হয়। পরে শুক্রবার বাদ জুমা কলেমা ও মোনাজাত হয় এবং পরে তাকে আমার ঘরে নিয়া আসি।’
অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেন, মেয়েটি তিন বছর আগে নবম শ্রেণিতে পড়ত। বর্তমানে লেখাপড়া করে না। জন্মসনদ অনুযায়ী তার জন্মতারিখ ১১ এপ্রিল ২০০৩ ইং বলে জানান চেয়ারম্যান।
কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র জানান, মেয়েটি অষ্টম শ্রেণির নিয়মিত ছাত্রী। চেয়ারম্যান শাহীন হাওলাদারের সঙ্গে তার বিয়ের ঘটনা কিছুক্ষণ আগে লোকমুখে শুনে অবাক হয়েছি।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, ‘লোকমুখে ঘটনা শুনেছি। তবে মেয়ের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। যদি বাল্যবিবাহের অভিযোগ পাওয়া যায়, তবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘মেয়ের বয়স যাচাই-বাছাই শুরু করছি। তার জন্মসনদ এবং স্কুলের সার্টিফিকেট সবকিছু আমরা সংগ্রহ করছি।’
মুসলিম পারিবারিক আইন অনুযায়ী নানা শর্তে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করা যায়। তবে এ জন্য আগের স্ত্রীর কাছ থেকে লিখিত অনুমতি নিতে হয়।
কিন্তু শাহীন হাওলাদার তা করেননি। ঘরে সতিন দেখে তিনি বাড়ি ছেড়ে যান।