More

    চৌগাছায় ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ অব্যাহত

    যশোর ব্যুরো :

    প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। আর এই সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের মধ্যেই সম্প্রতি আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েছে। সংক্রমণ ঠেকাতে আবারও মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে বিভিন্ন ছাত্র এবং সামাজিক সংগঠন।

    করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ও যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে চৌগাছা উপজেলা শাখা ছাত্রলীগের উদ্দ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

    সোমবার (৬ জুলাই) সকালে এই কর্মসূচির অংশ হিসাবে উপজেলার পুড়াপাড়া বাজারে ছাত্রলীগের উদ্যোগে রিকশা চালক, ও পথচারীদের মাঝে বিনামূল্যে তিনশত মাস্ক বিতরণের জন্য ‘চৌগাছা পরিবার’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিয়েছেন চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ।

    সার্বিক সহযোগিতা ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়।

    ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে আজ ৩ শতাধিক মাস্ক বিতরণ করেছি। মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছি। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করছি।

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও যশোর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নির্দশনা মোতাবেক আমরা চৌগাছা উপজেলা শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছি। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সব পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করবে ইনশাআল্লাহ।

    এসময় ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা আবিদুজ্জামান জিসান, তাহমিদ শাকিল, ইমরান খান, তরুন তানভির তমাল, শিশির ওয়াহিদ, এস এ সিয়াম, ফারহান সাগর, জয়ন্ত কুমার, শাহেদ, অন্তর, রাসেল মল্লিক, দেলোয়ার হোসেন, জয় কুমার, আনন্দ প্রমুখ.

    চৌগাছায় ছাত্রলীগের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত

    যশোরের চৌগাছায় ছাত্রলীগের উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

    সোমবার (৫ জুলাই) উপজেলার পুড়াপাড়া বাজারে কেন্দ্রীয় ছাত্রলীগ এবং যশোর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মাফিক চৌগাছা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পূর্বের ধারাবাহিকতায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও সচেতনামূলক কর্মসূচি পরিচালিত হয়।

    সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা রাথিক মৃধা।

    আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে মুখে কুলুপ কেন বাবুনগরী’র?

    এসময় ছাত্রলীগের উদ্যোগে পথচারী ও দোকানীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়৷ পাশাপাশি লকডাউন উপেক্ষা করে বাজারে আসা সাধারণ মানুষকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হয়।

    আরও পড়ুন: দেড় লাখ টাকার ‘ব্লু লেবেল’ মদ পরিমণি নেওয়ায় ঝামেলার শুরু: নাসির

    এব্যাপারে ছাত্রলীগ নেতা রাথিক মৃধা বলেন, ‘আমরা ছাত্রলীগের পক্ষ থেকে মানুষের সেবায় সার্বক্ষণিক পাশে আছি। চৌগাছা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রায় প্রতিটা দিনই জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে, আজকের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ তারই একটি অংশ।’

    তিনি আরো বলেন, ‘কোভিড-১৯ মহামারির শুরুর থেকেই আমরা ছাত্রলীগের নেতা-কর্মী যারা আছি, তারা মানুষের সেবায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

    উক্ত বিতরণী ও সচেতনতা মূলক কার্যক্রমে ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আল-আমিন নয়ন, আসিফ মৃধা, আল মামুন জিকো, হাসান, তরুন তানভির তমাল, শিশির ওয়াহিদ, সাগর আহমেদ, এস.এ সিয়াম, রিফাত হোসেন, প্রদীপ, নয়ন ও শুভো।

    আরও পড়ুন: লকডাউনে চিকিৎসক’কে জরিমানা: চট্টগ্রামের ইউএনও প্রত্যাহার

    যশোরের চৌগাছা ছাত্রলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ

    রবিবার (৪ জুলাই) ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে যশোর জেলা ছাত্রলীগের নির্দেশনায় ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর সহযোগিতায় উপজেলা ছাত্রলীগের গাছের চারা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

    সকাল ১১টার দিকে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মসিয়ূরনগরে দেড় হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

    এসময় ছাত্রলীগ নেতারা বলেন, ‘গাছ পরিবেশের অমূল্য সম্পদ। ক্রমশ বৃক্ষ নিধনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপন জরুরী। সেই লক্ষ্যে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক ও যশোরের কৃতি সন্তান লেখক ভট্টাচার্য এবং যশোর জেলা ছাত্রলীগের নির্দেশনা মাফিক ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।’

    তারা আরো বলেন, আমরা প্রতিবছর ছাত্রলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছি। একইসাথে অনেককে উদ্বুদ্ধও করছি। করোনা মহামারিতেও আমাদের কার্যক্রম থেমে নেই। আমরা এইধরনের কর্মসূচি অব্যাহত রাখবো।

    চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল করিম, রুবেল হুসাইন, এম.এম কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল হালিম, উপজেলা ছাত্রলীগের সারজান দেওয়ান, শোভন দেওয়ান, তানভীর হুসাইন, আকাশ প্রমুখ।

    আরো পড়ুন চৌগাছায় ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

    যশোরের চৌগাছায় ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

    রবিবার (৪ জুলাই) উপজেলার পুড়াপাড়া বাজারে কেন্দ্রীয় ছাত্রলীগ এবং যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এসব বিতরণ করা হয়।

    সার্বিক সহযোগীতা করেছেন, চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় এবং ছাত্রনেতা এইচ.এম ফিরোজ হোসেন।

    এসময়, চৌগাছা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও সচেতনামূলক কর্মসূচি পরিচালিত হয়।

    এসময়, ছাত্রলীগের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক মাস্ক ও কিছু সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়৷ পাশাপাশি লকডাউন উপেক্ষা করে বাজারে আসা সাধারণ মানুষকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হয়।

    চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা তাহমিদ শাকিল বলেন, ‘মানুষের উপকারের জন্য লকডাউন দিলেও অনেকেই লকডাউন মানছেন না, যত্রতত্র চলাফেরা করছে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সেইসব মানুষদেরকে সচেতন করার চেষ্টা অব্যাহত রেখেছি। একইসাথে যারা মাস্ক বিহীন চলাফেরা করছে, তাদেরকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি।’

    তিনি আরো বলেন, করোনা মহামারির শুরুর থেকেই আমরা ছাত্রলীগের নেতা-কর্মীরা মানুষের সেবায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

    উক্ত বিতরণী ও সচেতনতা মূলক কার্যক্রমে ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইমরান খান, সোহেল রানা, শিশির ওয়াহিদ, আশিক, রাসেল মল্লিক, এস.এ সিয়াম, আলিফ হাসান, ও শাওন হোসেন।

    আরো পড়ুন চৌগাছায় লকডাউনে কর্মহীন মানুষের পাশে ছাত্রলীগ

    যশোরের চৌগাছায় লকডাউনে কর্মহীন মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে ছাত্রলীগ।

    শুক্রবার (২ জুলাই) উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা লকডাউনে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন।

    খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি আলু, ১ কেজি মিষ্টি কুমড়া, ১ কেজি কচু, ৫ টি মাস্ক, ৫ টি ডিম, ১ টি লাইফবয় সাবান, ১ কেজি পটল, ১ কেজি সয়াবিন তেল। উক্ত দ্রব্যাদি সুখপুকুরিয়া ইউনিয়নের কর্মহীন ১৫ টি পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয়।

    এ ব্যাপারে ছাত্রলীগ নেতা তাহমিদ শাকিল বলেন, করোনায় বিদ্যমান লকডাউনে অসহায়, কর্মহীন মানুষেরা বিপাকে পড়েছেন। যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের দিক নির্দেশনায় ও চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজের সহযোগীতায় সুখপুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই সহায়তা প্রদান করে আসছি।

    তিনি আরো জানান, আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। অসহায় পরিবারের পরিচয় গোপন রেখে আমাদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে।

    এসময় উপস্থিত ছিলেন, সুখপুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা তাহমিদ শাকিল, ইমরান খান, তরুণ তানভীর তমাল, রাসেল মল্লিক, আলিফ হোসেন, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ, অবাইদুল্লাহ, আরাফাত জামান, প্রমুখ।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img