প্রভাতি সংবাদ ডেস্ক:
প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতা ছয় মিটার বেড়েছে। মঙ্গলবার টাওয়ারে একটি নতুন ডিজিটাল রেডিও অ্যান্টেনা বসানোর পর এই উচ্চতা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
১৯ শতকে গুস্তাভ আইফেল এই টাওয়ারটি নির্মাণ করেছিলেন। বর্তমানে এর উচ্চতা ৩৩০ মিটার। এই টাওয়ারটি নির্মাণের আগে পৃথিবীতে সর্বোচ্চ স্থাপনা ছিল ওয়াশিংটন মনুমেন্ট। ১৯২৯ সালে নিউ ইয়র্ক সিটিতে ক্রিসলার ভবন নির্মাণের পর নিজের রেকর্ড হারায় আইফেল টাওয়ার।
ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপঅ্যাডভাইজারের দেওয়া তথ্য অনুযায়ী, পেটা-লোহার জালি টাওয়ারটি বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শন করা পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। এটি ১০০ বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে। পুরোনো অ্যান্টেনা সরিয়ে নতুন অ্যান্টেনা বসানোয় এর চূড়ার উচ্চতা বহুবার পরিবর্তিত হয়েছে।