More

    নিষেধাজ্ঞার কবলে এবার মুক্তিযোদ্ধা সংসদ

    প্রভাতি সংবাদ:

    বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারার পর এবার ফেডারেশন কাপ থেকে নিষিদ্ধ হলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটির এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। আগামী বছরও ফেডারেশন কাপে অংশগ্রহণ করতে পারবে না মুক্তিযোদ্ধা। সঙ্গে ৫ লাখ টাকা জরিমানাও গুনতে হবে দলটিকে।

    চলতি ফেডারেশন কাপে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে খেলতে অস্বীকৃতি জানায় বেশ কয়েকটি ক্লাব। সেই অস্বীকৃতির কারণে টুর্নামেন্টের উদ্বোধনী মাঠে উপস্থিত হয়নি বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা। যে কারণে গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) তাদের একবছর নিষেধাজ্ঞার সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

    গত রোববার (২৬ ডিসেম্বর) খেলা থাকলেও মাঠে হাজির হয়নি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও। তাদের প্রতিপক্ষ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল মাঠে উপস্থিত হলেও খেলতে আসেনি মুক্তিযোদ্ধা। আজ বৈঠকে বসে বাইলজের ধারা ১৯.৩ অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

    মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র মাঠে উপস্থিত না হওয়ায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধার পরবর্তী যেসব প্রতিপক্ষ রয়েছে, ৩-০ গোলের ব্যবধানে জয় পাবে প্রতিটি দলই। একই সঙ্গে আগামী বছর ফেডারেশন কাপে অংশ নিতে পারবে না মুক্তিযোদ্ধা।

    ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তিযোদ্ধাকে বাফুফের ফান্ডে ৫ লাখ টাকা জরিমানার অংক এক মাসের মধ্যে জমা দিতে হবে। তবে জরিমানা আরও বাড়তে পারে। কারণ, মুক্তিযোদ্ধা, বসুন্ধরা কিংবা উত্তর বারিধারা ক্লাবের না খেলার কারণে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হবে বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায়। তখন সে অনুযায়ী জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img