যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় ট্রাক্টরের ধাক্কায় নজরুল ইসলাম (৫০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মাজালি গ্রামের বাসিন্দা। বুধবার (২ মার্চ) দুপুর ১২ টার দিকে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা ব্র্যাক অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, বুধবার বেলা ১২টার দিকে যশোর চৌগাছা সড়কের চৌগাছা সরকারি কলেজ সংলগ্ন ব্র্যাক অফিসের পাশে একটি ভ্যান থেকে কাঠ নামিয়ে একটি দোকানে রাখছিলেন ভ্যানচালক নজরুল ইসলাম। এসময় যশোরের দিক থেকে একটি বিচলি বোঝায় পাওয়ার টিলার দিয়ে তৈরি ট্রলি দিক পরিবর্তন করে সড়কের অপরপাশে যেয়ে নজরুল ইসলামকে নিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সাথে ধাক্কা দিলে ট্রলিটির সামনের অংশ ভেঙে পড়ে নজরুল ইসলাম গাছের সাথে আটকে ঘটনাস্থলেই নিহত হন। নজরুল ইসলামকে সে অবস্থায় রেখে ট্রলিটির চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রলি চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।