নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ এক মাস পর তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুস সাত্তার বলেন, আজকে ম্যাডামকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন, গত এক সপ্তাহে খালেদা জিয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছে ডাক্তাররা। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ম্যাডামকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হলেও কবে বাড়ি ফিরবে তা এখনি বলা যাচ্ছে না। কারণ তার শারীরিক অবস্থা বাসা ফিরে যাওয়ার মতো উন্নতি হয়নি। তবে, তিনি এখন স্বাভাবিক কথা বলতে পারেন। অন্যের সাহায্য নিয়ে হাঁটতেও পারেন।
তিনি আরও বলেন, গত এক সপ্তাহ ধরে তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। হার্টের অবস্থা বেশ ভালো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ফুসফুসে এখন আর পানি জমে না। তবে আথ্রাইটিসসহ আগের যেসব সমস্যা আছে সেগুলো নিয়ে এখন চিকিৎসা চলবে।
গত ৩ মে রাতে শ্বাসকষ্ট হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়াকে গত ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হলে ১১ এপ্রিল রিপোর্ট পজেটিভ আসে। তবে তিনি এখন করোনামুক্ত।