নাজমুল হাসান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর কোল ঘেষেঁ গড়ে ওঠা বঙ্গবন্ধু সেতু ইকো পার্কের গাছের মুল চুরি করে বিক্রি করার সময় ৪টি ভ্যান জব্দ করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।
সোমবার (২৮ জুন) বিকাল ৫টায় বঙ্গবন্ধু সেতু ইকো পার্কের সামনে স্থানীয়রা ভ্যানগুলো জব্দ করে করে। তবে ভ্যানচালকেরা পালিয়ে যায়। পরে বঙ্গবন্ধু পশ্চিম থানায় অবগত করে ভ্যানগুলো থানার সামনে নিয়ে রেখেছে।
স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু সেতু ইকো পার্কের ইনচার্জ রিপন হোসেন দীর্ঘদিন যাবৎ পার্কের বিভিন্ন গাছ, গাছের ডাল-পালা ও গাছের মুল সরকারী নিয়মনীতি না মেনে বিক্রি করে আসছে।
শুধু তাই নয়, মহামারি করোনার মধ্যে পার্ক বন্ধ থাকলেও পার্কের মধ্যে বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা নিয়ে পার্কের ভিতরে প্রবেশ করান। অসামাজিক কাজের সুযোগ করে দেয়ার অভিযোগ আছে এই রিপন হোসেনের বিরুদ্ধে।
এর আগেও, বঙ্গবন্ধু সেতু ইকো পার্কের ইনচার্জ রিপন হোসেনের বিরুদ্ধে গাছ চুরি ও অসামাজিক কাজে সহযোগিতা করায় পাবনা বন বিভাগীয় কর্মকর্তা বরাবর কয়েকটি অভিযোগ করেছে স্থানীয়রা।
গাছের মুল ক্রেতা ব্যবসায়ী আব্দুল ছালাম জানান, গত তিনদিন আগে বঙ্গবন্ধু সেতু ইকো পার্কের ইনচার্জ রিপন হোসেনের নিকট থেকে ৩ হাজার টাকা মুল্যে এই গাছের মূলগুলো কিনেছেন তিনি।
আজ সোমবার বিকালে গাছের মুলগুলো বঙ্গবন্ধু সেতু ইকো পার্কের ভিতর থেকে বের করার সময় ভ্যানগুলো স্থানীয়রা জব্দ করে। বর্তমানে ভ্যানগুলো থানার সামনে নিয়ে রাখা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু ইকো পার্কের ইনচার্জ রিপন হোসেন টাকা নেওয়া কথা অস্বীকার করে জানান, ওই গাছের মুলগুলো আমি বিক্রি করি নাই। এই বলে মোবাইল ফোন কেটে দেয়।
এ ব্যাপারে পাবনা বিভাগীয় সামাজিক বন উন্নয়ন কর্মকর্তা কাশ্যতি বিকাশ চন্দ্র জানান, গাছের মুল বিক্রির বিষয়টি আমি অবগত নেই। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি আমি জানতে পারলাম। বিষয়টি খোঁজ খবর নিয়ে আপনাদের পরে জানাবো।
এ বিষয় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, গাছের মুলগুলো ভ্যান যোগে বঙ্গবন্ধু সেতু ইকো পার্কের ভিতর থেকে বের করার সময় স্থানীয়রা জব্দ করে থানার সামনে নিয়ে আসে। বিষয়টি আমি জানতে পেরেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।