ফারুক হোসেন, ঝিকরগাছাঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বুধবার সকাল ১১টায় উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা , যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা শামীম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
যুবলীগ নেতা জাফিরুল হক, আব্দুল বারিক, নজরুল ইসলাম, তাজাল্লিল আমিন তাজ, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খাইরুল হুদা রাসেল, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক নিটল, নিমাই চন্দ্র, যুবলীগ নেতা আরিফুর রহমান ছন্টু।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম লাবু, সৈয়দ রাসেল, সামছুজ্জোহা লোটাস, সদস্য ফারুক হোসেন, ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, রনি সরদার,সেলিম মেম্বর প্রমূখ।