উপজেলা প্রতিনিধি, কেশবপুরঃ
যশোরের কেশবপুরে মোটরসাইকেল যোগে ছাগল চুরি করে পালানোর সময় ছাগলসহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত বজলুর রহমান মোল্লার ছেলে সাইফুর রহমান শনিবার সকালে পাকা রাস্তার পাশে ঘাস খাওয়ানোর জন্য ছাগল বেধে রেখে আসেন।
কিছুক্ষণ পর মধ্যকুল গ্রামের মৃত রফিকুল ইসলাম সরদারের ছেলে আব্দুল্লাহ আল রায়হান (২০) একই গ্রামের সেলিম খানের ছেলে রায়হান খান (২০) নামের দুই যুবক ছাগল চুরি করে। এসময় তারা মধ্যকুল গ্রামের আবুল হোসেন খানের ছেলে রাসেল খানের মোটরসাইকেলে সরসকাটি বাজারের দিকে পালিয়ে যাচ্ছিল।
পথিমধ্যে বরনডালি নামক স্থানে পৌঁছালে ছাগল দেখে এলাকাবাসীর সন্দেহ হওয়ায় স্থানীয় জনগণ তাদেরকে আটকিয়ে রাখে। এসময় চুরির ঘটনা সত্যতা পেয়ে কেশবপুর থানা পুলিশকে অবহিত করেন।
বিষয়টি জানার পর তাৎক্ষনিকভাবে ভালুকঘর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় তারা ছাগলসহ দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ছাগল মালিক বাদী হয়ে থানায় একটি চুরির মামলা করেন।
এ ব্যপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, চুরির ছাগলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।