বায়েজিদ মাহমুদঃ
যশোরের বেনাপোলে ২ কেজি ভারতীয় গাঁজা সহ জাকির হোসেন (৩৫) ও ফরমাদুল ইসলাম (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদেরকে আটক করে পোর্ট থানা পুলিশ।
আটক জাকির হোসেন ছোটআচড়া গ্রামের শহিদ গাজীর ছেলে ও ফরমাদুল ইসলাম বড়আচড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ছোটআচড়া মোড়ে হাজী বিরানী দোকানের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।’
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
আটক ফরমাদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।