প্রভাতী বার্তাকক্ষ
উত্তরপ্রদেশের আগ্রায় একটি বেসরকারি কোভিড হাসপাতালে ইচ্ছাকৃত ভাবে ৫ মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়েছিলো কর্তৃপক্ষ, এমনটি দাবি করছেন হাসপাতাল মালিক।
তার দাবি, গত ২৭ এপ্রিলে তেমনটাই করা হয়েছিল। এর জেরে ২২ জন রোগীর প্রাণ গিয়েছিল বলেও দাবি তাঁর।
গোটা ঘটনা নিয়ে রাজ্যে তোলপাড় শুরু হলেও নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করছে প্রশাসন। হাসপাতালটিকে বন্ধ করে দিয়ে প্রকৃত ঘটনা কী, তা নিয়ে তদন্ত হবে বলেও জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
এদিকে, আগ্রার জেলাশাসক প্রভু এন সিংহ বলেছেন, ২৬-২৭ এপ্রিল ৭ জন আক্রান্তের মৃত্যু হলেও অক্সিজেনের অভাবে কেউ মারা যাননি।