প্রভাতী বার্তাকক্ষ
করোনাভাইরাসের টিকা নিলে গাঁজার স্টিক দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় কর্তৃপক্ষ।
লাইসেন্সকৃত গাঁজার দোকানগুলো থেকে টিকা নিলে বিনামূল্যে গাঁজার স্টিক সরবরাহ করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে।
স্থানীয় মাদক ও অ্যালকোহল লাইসেন্সিং বোর্ড জানিয়েছে, “জয়েন্ট ফর জবস” নামের এই কর্মসূচির আওতায় ২১ বছরের বেশি বয়স্ক যে কোনও ব্যক্তি টিকার দেওয়ার বিনিময়ে “প্রাক-রোল্ড” গাঁজার জয়েন্ট নিতে পারবে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যগুলোর লোকেদের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করতে এই সৃজনশীল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গোটা যুক্তরাষ্ট্রজুড়ে টিকা গ্রহণের হার হ্রাস পেতে শুরু করায় এই প্রণোদনা দেওয়া হচ্ছে।
এর আগে গত মাসে ওহিওতে লোকেদের টিকা দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য লটারিতে ১ মিলিয়ন ডলার ও ওহিও রাজ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চার বছরের পূর্ণ অর্থায়ন বৃত্তিও সরবরাহ করার ঘোষণা দেয়া হয়েছিল।
এছাড়া নিউজার্সি এক মাস আগে ঘোষণা করেছিল যে তাদের টিকা নিলে তারা বিনামূল্যে বিয়ার দেবে।
চীন সামাজিক যোগাযোগের মাধ্যমে এর ব্যবহারকারীদের ডিমের কার্টন, লন্ড্রি ডিটারজেন্ট, ভাতের ব্যাগ, এবং টয়লেট পেপার দেওয়ার মতো অফার দেওয়ার কথা জানিয়েছেন।