ফারজানা রহমান, এ্যানি:
আজ আমি বাংলায় কবিতা লিখতে পারি
এটা আমার অহংকার,
আমি সেই জাতীর অংশ
যারা রাজপথ রঞ্জিত করে;
মায়ের মুখের ভাষার মর্যাদা
ফিরিয়ে এনেছে হায়েনাদের কাছে থেকে।
আমি আমার মায়ের ভাষায় কথা বলবো না,
তাই কি হয় কখনো?
আমি মানুষ হলে
আমার প্রথম পরিচয় মুখের ভাষা;
মায়ের কোলে আধো আধো বলতে শেখা
মন ময়ুরী ডানা মেলে উড়তে পাড়া।
সেই মধুর ভাষা
আমার মায়ের মুখের বুলি,
আমার প্রিয় বাংলা ভাষা।
এই বিশ্ব খুঁজে পাবেনা
এমন কোন দেশ,
যারা নারী পুরুষ ভেদাভেদ হীন হয়ে
দলে দলে নেমে আসতে পেড়েছে রাজপথে।
মাথায় সাদা কাফনের ঝান্ডা নিয়ে
দ্রুতি ছড়িয়ে জানান দিয়েছে বিশ্ব কে,
আমরা থামতে আসিনি;
এসেছি মায়ের মুখে ভাষা মাকে ফিরিয়ে দিতে।
জাতী গোষ্ঠী ভেদাভেদ ভুলে গিয়ে
হকার,ছাত্র, রাজনৈতিক বোদ্ধা,
সবাই মিলে গেছে এক কাতারে
একটাই দাবী একটাই আওয়াজ একটাই প্রত্যাশা
আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা।
রাজপথে চার চার করে নেমে গেছে
কিশারী,ষোড়শী মধ্য বয়সী কোন মা বোন,
পিছনে ফেলে সকল বিপদ বাঁধা।
তাইতো পারিনি ওরা আমার মায়ের ভাষার
অবমাননা ধারা অব্যহত রাখতে,
আমরা বাঙ্গালী আমরা পেড়েছি;
আমার মায়ের মর্যাদা রাখতে
মাতৃভাষা হিসেবে স্বৃকৃতি অর্জন করতে,
তাই বিশ্বের বুকে আমরা এক মাত্র জাতী
যারা মাতৃভাষার জন্য পেয়েছে
মর্যাদা আর সম্মানের স্বীকৃতি।
আমরা বাঙ্গালী আমরাই পারি
এভাবেই ভাষার জন্য নিজেকে উৎসর্গ করতে।