রোকশানা লিপি:
আবার বসন্ত এলে
তুমি এসো নব পল্লবে
শাখায় শাখায় আগমনী সুর তুলে।
অমানিশার ঢেউ থামিয়ে
কোকিলের কুহুতানে তুমি এসো
আমার এ শূন্য ভিটায়।
শীত গ্রীষ্ম কিংবা শরতের
সবগুলো ছোঁয়া ভুলে গিয়ে
তোমারই অপেক্ষায় থাকবো।
তুমি এসো আমার উঠোনে
আলতা রাঙা পায়ে
কাশফুলের শুভ্র ছোঁয়ায়।
বাসন্তী শাড়ি তোলা রবে
শুধু তোমার অপেক্ষায়
আবার বসন্ত এলে।
আবার বসন্ত এলে
সবুজ মাঠের খোলা হাওয়ায়
আঁচল পেতে রবো।
মৃদু মন্দা দুঃখগুলো
ভাসিয়ে দেবো নীল জলে
আবার বসন্ত এলে।
আবার বসন্ত এলে
তুমি এসো দুখিনীর ভাঙা ঘরে
সহস্র মাইল দূর হতে।
সোনা ঝরা রোদ্দুরে
তুমি এসো সুখের বৃষ্টি নিয়ে
আবার বসন্ত এলে।
লেখক: কবি, কথা সাহিত্যিক ও শিক্ষিকা