চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় যুদ্ধাহত নারী মুক্তিযোদ্ধা মাজেদা বেগম (৯০) ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ভোরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়েসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার দুপুর দুইটার সময় রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার শেষে তাকে মাশিলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, চৌগাছা থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশ সদস্যরা। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত আলীসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন