প্রভাতি সংবাদ ডেস্ক:
নারী বিশ্বকাপের বাছাইপর্বে পড়েছিল করোনার থাবা। যে কারণে বাছাইপর্ব মাঝপথে ভেস্তে দিতে হয়েছিল। তবে একই দৃশ্যের অবতারণা আসছে নারী বিশ্বকাপে চায় না আইসিসি। যে কোনো মূল্যেই হোক টুর্নামেন্টটা শেষ করতে চায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। যে কারণে এবার নিয়মে পরিবর্তন আনল আইসিসি। সংবাদ মাধ্যমকে বৃহস্পতিবার জানানো হয়েছে, কোনো দলে ৯ সুস্থ খেলোয়াড় থাকলেই মাঠে গড়াবে ম্যাচ।
আইসিসির হেড অফ ইভেন্ট ক্রিস টেটলি সম্প্রতি জানিয়েছেন বিষয়টি। বলেছেন, ‘বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে প্রয়োজনে ৯ ক্রিকেটারকে নিয়ে দলগুলোকে মাঠে নামার অনুমতি দেওয়া হবে।’
তবে সেক্ষেত্রে মানতে হবে আরেক নিয়ম। ম্যানেজমেন্ট দলে যদি নারী থাকে, তাহলে তাকে মাঠে নামার অনুমতি দেওয়া হবে। তবে সেই দুই জন ব্যাট কিংবা বল করার সুযোগ পাবেন না। সফরসঙ্গী হিসেবে তিনজনকে রাখার অনুমতি দেওয়া হয়েছিল আগে। মূল দলে করোনার আঘাত এলে তাদের দলে যোগ করা হবে।
প্রয়োজনে সূচিতেও পরিবর্তন আনবে আইসিসি। বললেন, ‘দরকার পড়লে, সুযোগ থাকলে সূচিটাই ঢেলে সাজাবো আমরা। বিভিন্ন সীমাবদ্ধতা আছে আমাদের, তবে দলগুলোকে সর্বোচ্চ নমনীয়তা দেখাতে বলব আমরা।’
বিশ্বকাপের আর এক সপ্তাহও বাকি নেই। আগামী ৪ মার্চ পর্দা উঠবে এবারের আসরের। বাংলাদেশ খেলছে এই আসরে। আগামী ৩ এপ্রিল ফাইনাল টুর্নামেন্টের।
তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে চোখ রাঙানি দিচ্ছে নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি। দেশটিতে সম্প্রতি ওমিক্রন সংক্রমণের মাত্রা বেড়েছে বহুগুণে। বৃহস্পতিবার দেশটিতে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৬০০০ ছাড়িয়েছে বলে জানা গেছে।
এ কারণে ক্রীড়া ইভেন্টগুলোয় জনসাধারণের প্রবেশাধিকার দেওয়া হয়েছে কমিয়ে। তবে বিশ্বকাপে দর্শক রাখার বিষয়ে আশা এখনো ছাড়েনি আইসিসি। বিশ্বকাপের প্রধান নির্বাহী আন্দ্রেয়া নেলসন জানিয়েছেন, গ্রুপ ম্যাচে কিছু সংখ্যক দর্শক রাখার আশা দেখছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।