যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় সোনালী ব্যাংক লিমিটেড চৌগাছা শাখার সাথে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের জালনোট প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১.০০ টায় সোনালী ব্যাংক চৌগাছা শাখা, যশোর এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চৌগাছা সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ মোস্তানিছুর রহমান। ব্যাংক কর্মকর্তা মোতাছিন বিল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রিসোর্স পার্সন এস.কে. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, যশোর সোনালী ব্যাংক শাখার এজিএম সালাউদ্দীন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাব-রেজিষ্টার নারায়নচন্দ্র মন্ডল,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, ইসলামি ব্যাংক চৌগাছা শাখার ম্যানেজার মাহফুজুর রহমান, চৌগাছা সোনালী ব্যাংক শাখার সদ্য যোগদানকৃত ম্যানেজার ফারুকুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, চৌগাছা ওয়ান ব্যাংক শাখার ম্যানেজার আশিকুর রহমান, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, ব্যাংক কর্মকর্তা দিদার হোসেন, আমিনুর রহমান,রনি মিয়াসহ স্থানীয় সুধীজন।
বাংলাদেশ ব্যাংক রিসোর্স পার্সন এস.কে. রফিকুল ইসলাম বলেন, জালনোট প্রতিরোধে খুলনা বিভাগের মধ্যে চৌগাছায় প্রথম সীমান্তবর্তী এলাকা হিসেবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে জালনোট শনাক্তকরনের বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রজেক্টরে দেখানো হয়।