সেতু ও কালভার্ট নির্মাণে সঠিক উচ্চতা রাখার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

Contents

প্রধানমন্ত্রীর অন্যান্য নির্দেশনার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প অনুমোদনকালে আমাদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে অন্ডারপাস ও ইউলুপ নির্মাণের কথা বলেছেন। প্রকল্প অনুমোদনের সময় সংস্কার ও নতুন সড়ক-মহাসড়ক নির্মাণে ইউলুপ এবং আন্ডারপাসের ব্যবস্থা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। এখন থেকে নতুন যত রাস্তঘাট করা হবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যাতে মানুষ ও যানবাহন চলাচলে কোন রকম বিঘ্ন না ঘটে। সড়ক বিভাগকে এমন নির্দেশনা দিয়েছেন তিনি।’

নৌযান চলাচলে যাতে কোন অসুবিধার সৃষ্টি না হয় এজন্য সেতু ও কালভার্ট নির্মাণে সঠিক উচ্চতা রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য সড়ক-মহাসড়ক নির্মাণে ইউলুপ এবং আন্ডারপাসের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৮ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশনা দেন
প্রধানমন্ত্রী ।

একই সঙ্গে দেশে প্রচলিত বিভিন্ন চিকিৎসা পদ্ধতির পাশাপাশি হারবাল মেডিসিন উন্নয়নে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতিত্বও করেন। সভায় নতুন ও সংশোধিত মিলে মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী শামসুল আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুমোদিত প্রকল্পে বিভিন্ন দিক এবং প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন তা তুলে ধরেন ।

প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা বিষয়ে প্রথমে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কথা বলেন। পরে তার কথার সঙ্গে আরও কিছু তথ্য যোগ করেন নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

প্রধানমন্ত্রীর অন্যান্য নির্দেশনার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প অনুমোদনকালে আমাদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে অন্ডারপাস ও ইউলুপ নির্মাণের কথা বলেছেন। প্রকল্প অনুমোদনের সময় সংস্কার ও নতুন সড়ক-মহাসড়ক নির্মাণে ইউলুপ এবং আন্ডারপাসের ব্যবস্থা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। এখন থেকে নতুন যত রাস্তঘাট করা হবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যাতে মানুষ ও যানবাহন চলাচলে কোন রকম বিঘ্ন না ঘটে। সড়ক বিভাগকে এমন নির্দেশনা দিয়েছেন তিনি।’

একনেকে ‘ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে মোট ০৩টি আন্ডারপাস নির্মাণের অনুমোদন দেয়া হয়। এছাড়া পদুয়ার বাজার ইন্টারসেকশনে ইউলুপ নির্মাণ’ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন এ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫৬৮.৯৩ কোটি টাকা। আগামী ২০২৪ সালের জুনের মধ্যে এই কাজ বাস্তবায়ন হবে।

সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘দেশের দক্ষিণাঞ্চলে আয়রণ ব্রিজ পুন:নির্মাণ/পুনর্বাসন’ প্রকল্পের ১ম সংশোধনী অনুমোদন দেয়া হয়। এ প্রকল্পের মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। পাশাপাশি ১৮৩৫ কোটি টাকার ব্যয় বাড়িয়ে মোট ব্যয় ২৩৩৪ কোটি টাকা করা হয়েছে।

এ প্রকল্প অনুমোদনকালে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা এখন অনেক বেশি সেতু ও কালভার্ট নির্মাণ করছি। কিন্তু সেগুলো অনেক নিচু করে নির্মাণ করার কারণে নৌযান চলাচলে সমস্যা হয়। এজন্য সেতু এবং কালভার্ট নির্মাণে সঠিক উচ্চতা রাখতে হবে। বিষয়টি খেয়াল রাখতে হবে কারণ, পানি কখনও বাড়ে আবার কখনও কমে। এতে নৌযান চলাচল যাতে কোনভাবেই বিঘ্নিত না হয়।’

এ ব্যাপারে নৌপরিবহন ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে একটি কার্যকর সমন্বয় স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে-সেখানে যাতে বালুমহাল গড়ে না ওঠে সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি।

দেশে প্রচলিত বিভিন্ন চিকিৎসা পদ্ধতির পাশাপাশি হারবাল মেডিসিন উন্নয়নে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে শামসুল আলম বলেন, ‘নাটোরে আমাদের একটা হারবাল ভিলেজ আছে। গাছ-গাছাড়া দিয়ে সেখানে অনেক চিকিৎসা পণ্য তৈরি হয়। চুলের, শরীরে অনেক ন্যাচারাল পণ্য পাওয়া যায়। তাই হারবাল মেডিসিনে মনোযোগ দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হারবাল ওষুধের অনেক ব্যবহার আছে। এ মেডিসিন দেশে তৈরি করে তা সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা নিতে বলেছেন তিনি।’

পরিকল্পনামন্ত্রী বলেন, “প্রবাসীদের প্রণোদনা ও প্রশিক্ষণ দেয়ার জন্য সভায় ৪২৭ কোটি টাকায় ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে সহায়ক প্রকল্প’ অনুমোদন দেয়া হয়। এ প্রকল্প অনুমোদন কালে প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রবাসীরা এতদিন অর্থ পাঠিয়ে আমাদেরকে দিয়েছে, এবার দেশ তাদের দেবে। তাদের প্রয়োজনে সম্ভব সব কিছু করা হবে। তারা যাতে পুনরায় আমাদের সমাজে যুক্ত হতে পারে। তারা যেন সম্মানজনক পেশায় যুক্ত হতে পারে, সেজন্য তাদের সহায়তা দিতে হবে।”

এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘করোনাকালে ৫ লাখ অভিবাসী দেশে ফিরে এসেছে। এর মধ্যে দুই লাখকে এখন সরাসরি এ প্রকল্পের আওতায় যুক্ত করা হবে। তাদের ব্যবসায়িক ট্রেনিং দেয়া হবে। পুঁজির ব্যবস্থা করা হবে। ব্যাংকের সঙ্গে সংযোগ করিয়ে দেয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, তারা (প্রবাস ফেরতরা) যা জানে তাতো জানেই। প্রয়োজেনে নতুন নতুন বিষয়ে ট্রেনিং দেন। যাতে তারা আবার কাজে ফিরে যেতে পারে।’

নারীদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য নেয়া ‘জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ’ প্রকল্পে ৩য় সংশোধনীতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নারীদের জন্য ব্যাপকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলেছেন। বিষয়টি প্রকল্পের মধ্যে না এনে রাজস্ব বাজেটে অন্তর্ভুক্ত করতে বলেছেন। প্রকল্পে না রেখে নিয়মিত কার্যক্রমের মধ্যে নিয়ে আসার জন্য বলেছেন তিনি।’

‘পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও টংগিবাড়ী উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ’ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এ প্রকল্পে ব্যয় হবে ৪৪৬ কোটি টাকা।

প্রকল্পটির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, এখানে-সেখানে অনেক বালুমহল গড়ে উঠেছে। এগুলোকে যথাযথস্থানে স্থান্তান্তর করতে হবে। যার যেখানে ইচ্ছা এটা করবে, এটা ঠিক নয়। এ জন্য প্রধানমন্ত্রী নৌসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।’

‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী প্রকল্প পাসের সময় প্রধানমন্ত্রী ওই শিল্পনগরীকে অন্যান্য খাদ্যদ্রব্যের পাশাপাশি দুধ ও দুগ্ধজাত খাদ্য তৈরির ইউনিট রাখা এবং চিনি কলে সুগার বিট রাখার জন্য গুদাম নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

Leave a reply

Please enter your comment!
Please enter your name here