প্রভাতী বিনোদন ডেস্ক:
ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় তার স্থান হলো। বেশ কিছুদিন যাবৎ পরিচালক অনন্য মামুন বলে আসছিলেন, তার পরিচালিত ‘দরদ’ সিনেমায় অভিনয় করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার। শেষমেষ এটা সত্য হলো। সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন ঢালিউড কিং শাকিব খান।
সাকিব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন‘প্রিয়তমা’র পর কোন্ সিনেমা নিয়ে আসছেন শাকিব খান। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল দরদ সিনেমায় সাকিব খানের অভিনয়ের কথা। এছাড়াও, ‘রাজকুমার’ সিনেমাতেও সাকিব খানের অভিনয়ের কথা শোনা গেছে।
সোনাল চৌহান এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন। সোনাল চৌহান এর আগে ইমরান হাসমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলেগুর অনেক বিখ্যাত অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন।
কো-আর্টিস্ট হিসাবে এই সিনেমায় আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জসহ আরো অনেকেই।
প্যান ইন্ডিয়ান সিনেমা হওয়ায় বলিউড, তামিল, তেলেগুতে একযোগে মুক্তি দেয়া হবে। এই সিনেমাটি বাংলাদেশের প্রযোজনা সংস্থার পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।
আগামী ২০ অক্টোবর থেকে ‘দরদ’এর শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে শাকিব খানের। সিনেমাটির শুটিং হবে ভারতের বানারসে। বলা হচ্ছে, ‘ঈদ ছাড়া সিনেমা চলে না’–এই ভ্রান্ত ধারণা পাল্টে দেবে শাকিব-সোনাল জুটির এই সিনেমা। সে কারণে সিনেমাটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে । অনেকেই মনে করছেন সাকিব খানের ‘দরদ’ সিনেমাটি হয়তো‘প্রিয়তমা’র পর নতুন কোনো রেকর্ড করতে পারে।