More

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    Peace rally of Awami League

    প্রভাতী সংবাদ ডেস্ক:

    ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজনে বিএনপির অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এ সমাবেশ শুরু হয়েছে।

    সমাবেশে অংশ নেয়ার জন্যে ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সমাবেশে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর নেতারা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গেও পৃথক পৃথক বৈঠক করেছেন।

    আওয়ামী লীগের দলীয় সূত্র থেকে জানা গেছে, দলটির নেতারা মনে করেন আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণে এই সময়ে বিএনপি সরকার পতনে তাদের আন্দোলন জোরদার করার চেষ্টা করবে।

    তারা ধারনা করছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির আন্দোলন গতি হারাবে, কারণ নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর নির্বাচনকে ঝুঁকিতে ফেলার কোনো উপায় নেই। সে কারণে আগামীতে সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের কঠোর নির্দেশনা জারি করেছে ।

    বিএনপির আন্দোলন কর্মসূচি শুরুর পর থেকেই পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। তবে কিছুদিন কোনো পাল্টা কর্মসূচি দেয়নি তারা। নির্বাচনকালীন সরকার ও নির্বাচনী তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসায় আবারও রাজপথে নিজেদের শক্তি দেখাতে মাসব্যাপী কর্মসূচি পালন করছে আওয়ামীলীগ।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আরো পড়ুন

    spot_imgspot_img