More

  আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডা. তৌহিদুজ্জামানের গণসংযোগ

  Awami League candidate Dr. Touhiduzzaman's mass communication

  চৌগাছা (যশোর) প্রতিনিধি:

  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি উপজেলার ধূলিয়ানী ইউনিয়ন পরিষদ, ধূলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা সদর ইউনিয়ন পরিষদে দিনব্যাপী এ গণসংযোগ চালান। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র সম্বলিত প্রচারপত্র বিলি করেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।

  ডা. তৌহিদুজ্জামান ঢাকা স্কয়ার হসপিটালের কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ঝিকরগাছা উপজেলার পৌর সদরে মরহুম পিতা মাতার নামে প্রতিষ্ঠিত দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সেখানে তিনি নামমাত্র মূল্যে এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপির একমাত্র জামাতা।

  Image 10000 20

  বৃহস্পতিবার সকালে তিনি চৌগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান এসএম মোমিন উদ্দীনসহ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেন। এরপর তিনি ধূলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

  এদিন বিকেলে তিনি চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মৎসজীবী লীগের সভাপতি মো. আবুল কাশেমের সাথে মতবিনিময় করেন। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যশোর জিলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল বারিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু প্রমূখ।

  © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
  / month
  placeholder text

  সর্বশেষ

  রাজনীাত

  বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

  প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

  আওয়ামী লীগের শান্তি সমাবেশ

  আরো পড়ুন

  spot_imgspot_img