More

    শমসের মবিন ও তৈমূর তৃণমূল বিএনপিতে

    Shamser Mobin and Taimur in Trinamool BNP

    প্রভাতী সংবাদ ডেস্ক:

    তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে তৃণমূল বিএনপির সম্মেলন চলছে। এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। এখানে যোগ দিয়েছেন বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার। সম্মলন স্থলে গিয়ে দেখা যায় এই দুই নেতা সম্মেলন মঞ্চে সামনের সারিতে বসেছেন। এক সময়ে তারা দুজনেই বিএনপির দাপুটে নেতা হিসাবে পরিচিত ছিলেন। ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে ও তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অন্তরা হুদা সম্মেলনে সভাপতিত্ব করছেন। তৃণমূল বিএনপির নেতারা জানিয়েছেন, সারা দেশের ৬৪টি জেলা থেকে নেতৃবৃন্দ এই সম্মেলনে যোগ দিয়েছেন।

    রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শুরু হয়েছে কাউন্সিল। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কাউন্সিলের উদ্বোধন করেন অন্তরা হুদা।

    এখানে স্বাগত বক্তব্য রাখেন অন্তরা হুদা। তৈমুর আলম খন্দকার ও শমসের মবিন চৌধুরীকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানান অন্তরা হুদা। তিনি বলেন, আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আমার বাবার প্রিয়ভাজন, আমার পিতৃতুল্য প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ, কূটনীতিক জনাব শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম) এবং অপরজন বিশিষ্ট রাজনীতিবিদ ও বিআরটিসির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের স্বাগত জানাই। তাদের বলিষ্ঠ নেতৃত্বে ও অভিভাবকত্বে আমার বিশ্বাস আমাদের দল আরও শক্তিশালী ও গতিশীল হবে ইনশাআল্লাহ।

    তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা তার বক্তব্যে দেশে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের বিভিন্ন দফতরে দুর্নীতির বিস্তারের ক্ষোভ প্রকাশ করেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    spot_imgspot_img