More

    জাতিসংঘের ৭৮তম অধিবেশন শুরু

    The 78th session of the United Nations begins

    প্রভাতী সংবাদ ডেস্ক:

    চলতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম সভা শুরু হয়েছে ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাতে যোগ দিয়েছেন। ১৯৪৫ সালের জুন মাসে প্রতিষ্ঠার পর ১৯৪৬ সালে প্রথমবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছিল।

    এরপর থেকে প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে আসছে সাধারণ পরিষদের বৈঠক। কয়েক দিন ধরে চলমান এ সভার কার্যক্রম সাধারণত প্রথাগত নিয়মকানুন ও রীতি-রেওয়াজ মেনেই সম্পন্ন হয়। কিন্তু কখনও কখনও এর ব্যতিক্রমও ঘটে থাকে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় সদস্য দেশের শীর্ষনেতা বা তাদের প্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন। স্বাভাবিকভাবেই এই সভায় বক্তব্য দেওয়া বা মন্তব্য করার ক্ষেত্রে অংশগ্রহণকারীরা কূটনৈতিক শিষ্টাচার মেনে চলেন। তবে এ সভায় শিষ্টাচার-বহির্ভূত মন্তব্য করা, অন্য কোনো দেশ বা দেশের নেতার প্রতি কটাক্ষ করে কথা বলা বা অশোভন আচরণের ঘটনাও একাধিকবার ঘটেছে।

    সাড়া জাগানো কিছু ঘটনা:

    নিকিতা ক্রুশ্চেভের জুতাকাণ্ড, ১৯৬০

    জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৬০ সালের সভায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা নিকিতা ক্রুশ্চেভের অভিনব ‘প্রতিবাদ’ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেসময় সাধারণ পরিষদের এক বৈঠকে ফিলিপিন্সের একজন প্রতিনিধি তার বক্তব্যের সময় পূর্ব ইউরোপে সোভিয়েত নীতির সমালোচনা করেন। ওই বক্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ শুরুতে দুই হাত মুষ্টিবদ্ধ করে তার আসনের সামনের টেবিলে আঘাত করতে থাকেন।

    এরপর এক পর্যায়ে মি. ক্রুশ্চেভ তার ডান পায়ের জুতা খুলে বারবার টেবিলে আঘাত করে প্রতিবাদ জানান।

    ফিদেল ক্যাস্ত্রোর দীর্ঘতম ভাষণ, ১৯৬০

    জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় প্রত্যেক দেশের নেতা বা প্রতিনিধিদের বক্তব্য ১৫ মিনিটের মধ্যে সমাপ্ত করার অনুরোধ করা হয়। যদিও এ রীতি অধিকাংশ সময়ই মানা হয় না।

    সাধারণ পরিষদে অনেক দেশের নেতারই কয়েক ঘণ্টাব্যাপী দীর্ঘ ভাষণ দেওয়ার নজির রয়েছে। তবে লম্বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোর ১৯৬০ সালের দীর্ঘ ভাষণের রেকর্ড কেউ ভাঙতে পারেননি।

    সে বছর প্রথমবার সাধারণ পরিষদের সভায় যোগ দিতে গিয়ে কিউবার নেতা সাড়ে চার ঘণ্টা বক্তব্য দেন, যা এখনও পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় দীর্ঘতম বক্তব্য দেওয়ার রেকর্ড।

    তবে সাধারণ পরিষদের দীর্ঘতম ভাষণের রেকর্ড ফিদেল ক্যাস্ত্রোর দখলে হলেও জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম ভাষণ দেওয়ার কৃতিত্ব কিন্তু তার দখলে নয়।

    এর আগে ১৯৫৭ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের প্রতিনিধিদলের চেয়ারম্যান কৃষ্ণ মেনন কাশ্মীর ইস্যুতে আট ঘণ্টার বেশি সময় ধরে বক্তব্য রেখেছিলেন।

    আরাফাতের স্বাধীন রাষ্ট্র গঠনের আহ্বান, ১৯৭৪

    প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নেতা ইয়াসির আরাফাত প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখেন ১৯৭৪ সালে। ওই বক্তব্যে তিনি এমন একটি স্বাধীন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছিলেন যেখানে মুসলিম, ইহুদি ও খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে বাস করতে পারবে।

    কোনো দেশ বা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব না করে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়া দ্বিতীয় ব্যক্তি ছিলেন ইয়াসির আরাফাত।

    তার আগে ১৯৬৫ সালে পোপ ষষ্ঠ পল প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন কোনো রাষ্ট্রকে প্রতিনিধিত্ব না করে।

    ড্যানিয়েল ওর্তেগার ‘র‍্যাম্বো’ মন্তব্য, ১৯৮৭

    নিকারাগুয়ার তৎকালীন প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সাধারণ পরিষদের ১৯৮৭ সালের সভায় যুক্তরাষ্ট্রের বিদেশনীতির ওপর দেওয়া এক মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সমালোচনা করেন।

    তাতে তিনি হলিউড সিনেমা ‘র‍্যাম্বো’র উদাহরণ টেনে আনেন।

    যুক্তরাষ্ট্র সেসময় নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছেÑ এমন অভিযোগ তুলে প্রেসিডেন্ট ওর্তেগা বলেন, ‘প্রেসিডেন্ট রিগ্যানকে যারা সেনা কার্যক্রম চালাতে বা অন্য দেশে আক্রমণ করতে পরামর্শ দেয়, তাদের সঙ্গে আলোচনা করার আগে তার মনে রাখা উচিত যে র‍্যাম্বো শুধু সিনেমাতেই বিরাজ করে।’

    নিকারাগুয়ার প্রেসিডেন্টের এই বক্তব্যের সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সভাকক্ষ থেকে হেঁটে বেরিয়ে গিয়েছিল।

    হুগো শ্যাভেজের ‘শয়তান’ মন্তব্য, ২০০৬

    ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ২০০৬ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে ‘শয়তান’ হিসেবে আখ্যায়িত করে ব্যাপক আলোচনার জন্ম দেন।

    সাধারণ পরিষদে দেওয়া মি. শ্যাভেজ তার বক্তব্যের সময় মার্কিন বিদেশনীতির সমালোচনা করে লেখা একটি বই হাতে নিয়ে বলেন, ‘শয়তান তাদের মধ্যেই (আমেরিকার মানুষের) আছে।

    আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, গতকাল শয়তান (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) এখানে দাঁড়িয়েই কথা বলেছে।’

    সে বছর হুগো শ্যাভেজের বক্তব্যের আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জাতিসংঘের সাধারণ সভায় বক্তব্য রেখেছিলেন।

    মুয়াম্মার গাদ্দাফির সনদ ছুড়ে ফেলা, ২০০৯

    উনিশশ ঊনসত্তর সালে লিবিয়ায় ক্ষমতা নেওয়ার ৪০ বছর পর প্রথমবারের মতো মুয়াম্মার গাদ্দাফি জাতিসংঘের সাধারণ সভায় অংশ নেন ২০০৯ সালে।

    গাদ্দাফি তার ভাষণে অভিযোগ তোলেন যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা জাতিসংঘের মূলনীতি ভঙ্গ করছে।

    ভাষণের এক পর্যায়ে তিনি নিরাপত্তা পরিষদকে ‘সন্ত্রাসী পরিষদ’ হিসেবেও উল্লেখ করেন।

    সে বছর গাদ্দাফি তার ৯৬ মিনিটের ভাষণে জাতিসংঘের সনদ থেকে কয়েক লাইন পাঠ করেন এবং এক পর্যায়ে সনদের একটি পাতা ছিঁড়ে ফেলেন। পরে তার হাতে থাকা জাতিসংঘ সনদটি ছুড়েও ফেলে দেন তিনি।

    একমাত্র ভার্চুয়াল সভা, ২০২০

    কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে জাতিসংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয় অনলাইনে। ওই বৈঠকে কোভিড-১৯ এর ঝুঁকি নিরসন, জলবায়ু পরিবর্তনের ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন নেতারা।

    এখন পর্যন্ত এটিই জাতিসংঘের সাধারণ পরিষদের ইতিহাসে একমাত্র ভার্চুয়াল বৈঠক।

    সূত্র : বিবিসি

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    spot_imgspot_img