প্রভাতী সংবাদ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ৩৬ দিনের আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহিংসতাকে উস্কে দিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আইনমন্ত্রীর দেয়া বক্তব্য প্রধানমন্ত্রীর ইচ্ছেরই প্রতিফলন।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনেএক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।
আজ বিএনপি পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদ মাহফিল শেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়।