More

    দেশের বিভিন্ন স্থানে ৪.২ মাত্রার ভূমিকম্প

    4.2 magnitude earthquake in different parts of the country

    প্রভাতী সংবাদ ডেস্ক:

    রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২। রবিবার দুপুর ১২টা ৪৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছেন এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে।

    ভূমিকম্প গবেষণাগারের কর্মকর্তা জানান, টাঙ্গাইলের ঠিক কোন এলাকায় এটির উৎপত্তিস্থল, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এর মাত্রা ৪ দশমিক ২।

    তবে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্রের সুপারভাইজার জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৫৩ কিলোমিটার দূরে গাজীপুরের কাপাসিয়ায়।

    গত আগস্ট মাসে দুই দফায় বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর মধ্যে একটি অনুভূত হয়েছিল ২৯ আগস্ট। এর উৎপত্তিস্থল ছিল সিলেট। এর আগে ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী সিলেটের কানাইঘাট এলাকায়। সেদিন ভূমিকম্পের মাত্রারিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    spot_imgspot_img