More

    সিজেডআই ২১০০ সালের মধ্যে রোগমুক্ত বিশ্ব গড়তে চান

    CZI wants to build a disease-free world by 2100

    প্রভাতী সংবাদ ডেস্ক:

    মেটার সিইও মার্ক জ়াকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান পৃথিবী থেকে যাবতীয় অসুখ দূরে সরিয়ে দিতে চান । তাঁদের সংস্থা চ্যান জ়াকারবার্গ ইনিশিয়েটিভ (সিজ়েডআই) ২১০০ সালের মধ্যে ‘রোগমুক্ত পৃথিবী’গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এই কাজে তারা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবেন বলে জানিয়েছেন। মূলত এআই হবে তাঁদের ‘ওষুধ’।

    সিজ়েডআই একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, তারা এমন একটি কম্পিউটিং সিস্টেম গড়ে তুলতে চান। যে সিস্টেমের মাধ্যমে গবেষকেরা এআই ব্যবহার করে মানবদেহের কোষ বিশ্লেষণ করতে পারবেন। যে কোনও অসুখে মানবদেহের কোষে কী প্রভাব পড়ে, কোষগুলি কী আচরণ করে এমন সব তষ্য নির্ণয় করা যাবে এই সিস্টেমের মাধ্যমে। সেই তথ্যের মাধ্যমেই নাকি সম্ভব হবে যুগান্তকারী আবিষ্কার। জ়াকারবার্গ দম্পতির দাবি মানবদেহে বাসা বাঁধতে পারে, এমন যাবতীয় রোগ নিরাময়, প্রতিরোধ কিংবা নিয়ন্ত্রণ করতে পারবেন বিজ্ঞানীরা ।

    এ ব্যাপারে মার্ক জ়াকারবার্গ বলেছেন,

    ‘‘বায়োমেডিসিনের দুনিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে এআই। একে ব্যবহার করে ‌উচ্চ মানের একটি কম্পিউটিং সিস্টেম তৈরি করে জীবন বিজ্ঞানের কাজে তা দান করলে শারীরবিদ্যায় অগ্রগতি অনিবার্য। আমাদের দেহের কোষ কী ভাবে কাজ করে, তা নির্ণয় করা যাবে ওই যন্ত্রের মাধ্যমে। জিনোম থেকে সমস্ত কোষের ধরন এবং কোষের অবস্থা সম্পর্কে পূর্বাভাস দিতে পারে, এমন ডিজিটাল মডেল আমরা তৈরি করব।’’

    জ়াকারবার্গ এর স্ত্রী প্রিসিলা বলেছেন,

    ‘‘কোনও সংক্রমণে দেহের কোষ কী আচরণ করে, কোনও শিশু বিরল রোগ নিয়ে জন্মালে কোষগুলির স্তরে কী হয়, এমনকি, কোনও নতুন ওষুধে রোগীর দেহে কী প্রতিক্রিয়া হবে, এআইয়ের মাধ্যমে আগে থেকেই তা জানা যাবে। আশা করছি, এতে অনেক সমস্যা মেটানো যাবে।’’

    সিজেডআই যে নতুন কম্পিউটিং সিস্টেম তৈরি করতে যাচ্ছেন, সেটা অলাভজনক গবেষণার কাজে ব্যবহার করা হবে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে জনস্বার্থে কাজে লাগাতে আগ্রহী মার্ক জ়াকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    spot_imgspot_img