লকডাউনের সময়সীমা বাড়ানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদকঃ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন ‘সম্প্রতি মন্ত্রীসভার বৈঠকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই আমরা চলমান লকডাউন সময়সীমা বাড়ানোর সুপারিশ করেছিলাম। তবে এ বিষয়ে সরকার আমাদের কোন সিদ্ধান্ত জানায়নি।’

দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে, প্রতিদিন নতুন রেকর্ড হচ্ছে। এমন পরস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলমান কঠোর লকডাউনের সময়সীমা বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, ‘সম্প্রতি মন্ত্রীসভার বৈঠকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই আমরা চলমান লকডাউন সময়সীমা বাড়ানোর সুপারিশ করেছিলাম। তবে এ বিষয়ে সরকার আমাদের কোন সিদ্ধান্ত জানায়নি।’

‘আজ আবার গণমাধ্যমের খবরে দেখলাম শিল্প কারখানাগুলো নতুন করে খুলে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে সংক্রমণ আরও বেশি বাড়বে।’

আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘রোগীর উৎপাদনস্থল প্রথমে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে, নতুবা সংক্রমণ আরও বাড়বে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে হাসপাতালেও জায়গা দেওয়া সম্ভব হবে না। এটাও আমাদের একটা সীমাবদ্ধতা।’

এরআগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আজহার পর গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় কঠোর লকডাউন। আগামী ৫ আগস্ট পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ বলবত থাকবে।

চলতি কঠোর লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কারও বাড়ির বাইরে আসা নিষিদ্ধ করা হয়েছে। রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষনা করা হয়েছে।

মানুষের অযাচিত চলাচল রুখতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। সড়কে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। লকডাউন নিয়মনীতি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে আছে বিজিবি ও সেনাবাহিনী।

কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্যের উদ্ধৃত করে কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রচার করা হয়, ৫ আগস্টের পর দেশে চলমান কঠোর বিধিনিষিধ আর থাকছে না।

দেশের প্রথম সারির কয়েকটি সংবাদপত্রের অনলাইন সংস্করণে এমন খবর প্রকাশে আলোড়ন সৃষ্টি হয়।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় এই সংবাদটি সত্য নয়। সরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী লকডাউন তুলে নেয়ার কোনো কথা বলেননি।

তিনি বলেন, ‘চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত অফিসে আসেন। তবে বুধবার তিনি এ ধরনের কোনো কথা বলেননি। যেসব গণমাধ্যম এমন খবর প্রচার করেছে, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কথাকে ভুলভাবে উদ্ধৃত করেছে।’

এরপর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বরাত দিয়ে কয়েকটি অনলাইন মিডিয়ায় একটি নিউজ প্রকাশ হয়েছে যে, ৫ আগস্টের পর আর লকডাউন দেয়া হবে না। প্রকৃতপক্ষে মাননীয় মন্ত্রী আজ (বুধবার) এমন কোনো কথা বলেননি।’

এমন সংবাদ বিজ্ঞপ্তির পরে বেশ কয়েকটি সংবাদপত্র তাদের প্রতিবেদনটি সরিয়ে নিয়েছে৷ কয়েকটি পত্রিকা তাদের শিরোনাম পরিবর্তন করেছে।

Leave a reply

Please enter your comment!
Please enter your name here