More

    ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

    Demonstration at Kabi Nazrul University against Israeli genocide in Palestine

    জাককানইবি প্রতিনিধি:

    ফিলিস্তিনের গাজায় অবৈধ ইসরাইলের সন্ত্রাসী হামলা, নির্মম গণহত্যা এবং দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একাত্মতা জানিয়েছে বিক্ষোভ মিছিল করেছেন তারা।

    আজ ১৩ অক্টোবর (শুক্রবার) পবিত্র জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা । মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে গিয়ে শেষ হয়।

    বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘ফ্রি ফিলিস্তিন’, ‘উই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন’, ‘জেরুজালেম বিলংস টু ফিলিস্তিন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ ‘ইন্তিাফাদা জিন্দাবাদ’, ‘ইসরায়েল টেরোরিস্ট (সন্ত্রাসী), বয়কট ইসরায়েল’, ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফিলিস্তিনের মাটি, দখল হতে দেব না’ ইত্যাদি লেখা বিভিন্ন প্রতিবাদপত্র ও শ্লোগান দিতে দেখা যায়।

    এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বর্বর ফিলিস্তিনি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। পৃথিবী আজ দু’ভাগে বিভক্ত; একটি জালেম আরেকটি মজলুম। আজ আমরা কোন দল, মত, ধর্মের পরিচয়ে এখানে একত্রিত হয়নি, একত্রিত হয়েছি মজলুমের আর্তনাদ শুনে। আমরা দেখতে পাচ্ছি দখলদার ইসরাইলী বাহিনী যুদ্ধের সকল নিয়ম অগ্রাহ্য করে নির্বিচারে নারী-শিশু হত্যা করছে, খাদ্য, পানি, গ্যাস বন্ধ করে অবরুদ্ধ করে রেখেছে। তাই আজ আমরা ফিলিস্তিনের প্রতি সংহতি জ্ঞাপন করে স্বাধীনতা কামনা করছি।’

    মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর সদস্যরা বক্তব্য রাখেন । এ সময় প্রায় দুই শতাধিক শিক্ষর্থী উপস্থিত ছিলেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    spot_imgspot_img